Placeholder canvas
HomeBig newsবায়ুদূষণে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশকে তুলোধনা সুপ্রিম কোর্টের

বায়ুদূষণে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশকে তুলোধনা সুপ্রিম কোর্টের

ফসলের গোড়া পোড়ানো বন্ধের নির্দেশ

নয়াদিল্লি: পঞ্জাব (Punjab) ও দিল্লি (Delhi) সরকারকে মঙ্গলবার তুলোধনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কৃষকদের ফসলের গোড়া পোড়ানো (Green Gas) বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। প্রতিবছর শীতকালে (Winter) দিল্লির বাতাস বিষাক্ত (Air Pollution) হয়ে ওঠে এই ফসলের গোড়া পোড়ানোর কারণে। বস্তা বস্তা অভিযোগ জমা পড়ে সুপ্রিম কোর্টে।

পরিবেশ আদালতও (Green Tribunal) এর আগে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশকে সতর্ক করে বহুবার। এদিন বিচারপতি এস কে কল এবং এ ধুলিয়ার বেঞ্চ আম আদমি পার্টি শাসিত পঞ্জাব ও দিল্লি সরকারকে নির্দেশ দিয়ে বলে, কৃষিবর্জ্য পোড়ানো বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। মূলত এর ফলেই দিল্লির বায়ুদূষণ অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে।

আরও পড়ুন: ইয়েমেনি জঙ্গিদের জাহাজ ছিনতাইয়ের ভিডিয়ো প্রকাশ

পঞ্জাব, দিল্লি ও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারকে বেঞ্চ বলেছে, গত ৬ বছরে এটাই সব থেকে দূষিত নভেম্বর মাস ছিল। সমস্যা কী জানা আছে। এবং এটা নিয়ন্ত্রণে আনা আপনাদের কাজ। দিল্লি সরকারকে তিরস্কারও করে শীর্ষ আদালত। দিল্লি-মিরাট রিজিওনাল ব়্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম কার্যকরে টাকা বরাদ্দে দেরি করার জন্য। বিজ্ঞাপনের জন্য আপ যে টাকা খরচ করে, তা থেকে অবিলম্বে বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে, আপনারা আমাদের নির্দেশ মানছেন না। তাই আমাদেরও এছাড়া করার কিছু নেই। আমাদের সহ্যশক্তির পরীক্ষা নেবেন না।

অন্য খবর দেখুন

Jagadhatri Puja | জগদ্ধাত্রী পুজোয় মণ্ডপে মণ্ডপে শুরু মহানবমীর পুজো

RELATED ARTICLES

Most Popular

Recent Comments