skip to content
Wednesday, January 22, 2025
HomeBig newsমহুয়ার পাশে অভিষেক, অধীরও

মহুয়ার পাশে অভিষেক, অধীরও

Follow Us :

নয়াদিল্লি: মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সাংসদের বিরুদ্ধে বৃহস্পতিবারই খসড়া রিপোর্ট পেশ করতে পারে এথিক্স কমিটি (Ethics Commitee)। তার আগে এদিন ইডির (ED) তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর অভিষেক বলেন, মহুয়া নিজের লড়াই নিজেই লড়তে সক্ষম।

এ প্রসঙ্গে অভিষেক আরও বলেন, বিজেপির এমন অনেক সাংসদ রয়েছেন, যাঁদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনা হয়েছে, কিন্তু সেসবের কোনও শুনানিই হয়নি। বিজেপি সাংসদ রমেশ বিধুরির প্রসঙ্গও টেনে আনেন অভিষেক। তাঁর কথায়, নতুন সংসদ ভবনে যখন অধিবেশন ডাকা হয়েছিল তখন বিজেপি সাংসদ রমেশ যে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন, তাতে সংসদের গৌরব নষ্ট হয়েছে। বিজেপির এমন অনেক সাংসদের বিরুদ্ধে তো স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না বলেও প্রশ্ন তোলেন অভিষেক।

আরও পড়ুন: নীতীশের জিভ কেটে দেওয়া উচিত, কে বললেন?

এদিনই লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীও (Adhir Ranjan Chowdhury) মহুয়ার পাশে থাকার বার্তা দেন ফের একবার। তিনি বলেন, যে এথিক্স কমিটি তদন্ত করছে তারাই তো সবথেকে বড় অনৈতিক কাজ করছে। তা না হলে যেটা খসড়া রিপোর্ট বলা হচ্ছে, তা প্রকাশ্যে আসছে কী করে? এথিক্স কমিটি প্রথমে খসড়া রিপোর্ট তৈরি করে। তারপর তা লোকসভার স্পিকারের কাছে যাবে। সবশেষে আলোচনার জন্য উঠবে। এর আগে পর্যন্ত তো এই রিপোর্ট গোপন থাকার কথা, অভিযোগ অধীরের।

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা সদস্য খারিজ করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। ‘টাকার বদলে প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগের তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিটি। মহুয়ার কার্যকলাপকে অত্যন্ত আপত্তিজনক, অনৈতিক, অপরাধমূলক বলে খসড়া রিপোর্টে বলা হয়েছে। এই রিপোর্ট আজ, বৃহস্পতিবার বিকেল নাগাদ পেশ করে ভোটাভুটির মাধ্যমে গৃহীত হবে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বিজেপিরই পাল্লা ভারী। সে হিসেবে মহুয়ার এমপি পদ খারিজ হওয়া খুব একটা অস্বাভাবিক নয়।

৫০০ পাতার রিপোর্টে কমিটি মহুয়ার বিরুদ্ধে কড়া শাস্তির সুপারিশ করেছে। এমনকী এর জন্য মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও দাবি জানিয়েছে কমিটি। মহুয়া এবং তাঁর ব্যবসায়ী বন্ধু দর্শন হিরানন্দানির মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সরকারকে বিস্তারিত তদন্তের সুপারিশও করেছে কমিটি। তৃণমূল নেত্রী গোপন ইউজার আইডি অননুমোদিত ব্যক্তিকে দিয়েছিলেন, নগদ টাকা ও অন্যান্য সুবিধা নিয়েছিলেন ব্যবসায়ী হিরাননন্দানির কাছ থেকে। যা গুরুতর বিধি বহির্ভূত কাজ বলে মনে করে কমিটি এবং এর জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত সাংসদের।

রিপোর্টে বলা হয়েছে, কোনও কিছুর বিনিময়ে কিছু লেনদেনের মতো মহুয়া এবং হিরানন্দানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে। যা নিয়ে সরকারকে তদন্ত করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। সূত্রে জানা গিয়েছে, কমিটির সদস্য বহুজন সমাজ পার্টির এমপি দানিশ আলির ব্যবহার নিয়েও কড়া মনোভাব নিয়েছে নিয়েছে। দানিশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহুয়াকে করা প্রশ্ন বিকৃত করে প্রচার করেছেন। দানিশ জনতার ভাবাবেগকে প্ররোচনা দিয়েছেন বলে কমিটি অসন্তুষ্টি প্রকাশ করেছে।

উল্লেখ্য, এথিক্স কমিটির এই সুপারিশ পরবর্তী শীতকালীন অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হবে। সেখানে আলোচনার পর পদক্ষেপ করা হবে। এদিন বিকেল চারটে নাগাদ কমিটির সামনে হাজির হওয়ার কথা মহুয়া মৈত্রের।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Gautam Gambhir | ইডেন ম্যাচের আগে কালীঘাটে পুজো দিলেন কোচ গৌতম গম্ভীর, দেখুন সেই ভিডিও
00:00
Video thumbnail
Donald Trump | Muhammad Yunus | ট্রাম্পের ছক্কা ইউনুসের ধাক্কা! দেশে কি আর ফিরবেন ইউনুস?
00:00
Video thumbnail
Donald Trump | জন্মসূত্র নাগরিকত্ব বাতিল ট্রাম্পের, এবার কী হবে
00:00
Video thumbnail
Narendra Modi | Donald Trump | 'প্রিয় বন্ধু' ট্রাম্পকে অভিনন্দন কি বললেন মোদির?
00:00
Video thumbnail
RG Kar Case Update | সাজা শুনে অঝরে কাঁদলেন সঞ্জয় রায়, তারপর কী হল দেখুন
00:00
Video thumbnail
RG Kar | সাজা ঘোষণার পর প্রেসিডেন্সি জেলের কত নম্বর সেলে সঞ্জয় রায়? আগে সেই সেলে কারা থেকেছেন?
00:00
Video thumbnail
RG Kar | বুধবার হাইকোর্টে শুনানি, রাজ্যের করা সঞ্জয়ের ফাঁ*সির মামলার কী হতে চলেছে দেখুন
00:00
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | সঞ্জয়ের ফাঁ*সি চায় রাজ্য
00:00
Video thumbnail
RG Kar | জেলে সোমবার রাতে কী করেছেন সঞ্জয়?
00:00
Video thumbnail
Donald Trump | শপথগ্রহণে ট্রাম্পের পাশে ইনি কে?
30:36