নয়াদিল্লি: তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্রের (Mahua Moitra) লোকসভা সদস্য খারিজ করার সুপারিশ করেছে এথিক্স কমিটি (Ethics Commitee)। সংবাদ চ্যানেল এনডিটিভির এই খবর সম্প্রচারের বিরুদ্ধে লোকসভা স্পিকার (Lok Sabha Speaker) ওম বিড়লাকে (Om Birla) বৃহস্পতিবার নালিশ জানালেন মহুয়া। এক চিঠিতে মহুয়া লিখেছেন, লোকসভার ২৭৫ (২) বিধি ভঙ্গ করে এথিক্স কমিটির খসড়া রিপোর্ট পেশের একদিন আগেই তা চ্যানেলের হাতে এসেছে। এবং চ্যানেল সেটা বড়াই করে গতকাল, বুধবার থেকে প্রচার করছে।
মহুয়ার যুক্তি, দ্বিতীয়ত এটা আরও আশ্চর্যের বিষয় যে, এই চ্যানেলটির সিংহভাগ মালিক আদানি গোষ্ঠী। যার বিরুদ্ধে আমি লোকসভায় গুরুতর অভিযোগ তুলেছিলাম। এই আদানি গোষ্ঠীই ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারির কারণে নজরে রয়েছে। আর এ কারণেই এক ধনকুবের গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির আঙুল তোলায় আমাকে নিশানা করা হয়েছে। আর এটা আরও অবাক করার মতো বিষয়, আমার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগের গোপন কমিটির রিপোর্ট কী করে এই গোষ্ঠীর চ্যানেলের হাতে এল! আমি এসব বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, লিখেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
আরও পড়ুন: মহুয়ার পাশে অভিষেক, অধীরও
‘টাকার বদলে প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগের তদন্তে মহুয়ার বিরুদ্ধে সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিটি। মহুয়ার কার্যকলাপকে অত্যন্ত আপত্তিজনক, অনৈতিক, অপরাধমূলক বলে খসড়া রিপোর্টে বলা হয়েছে। এই রিপোর্ট আজ, বৃহস্পতিবার বিকেল নাগাদ পেশ করে ভোটাভুটির মাধ্যমে গৃহীত হবে। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে বিজেপিরই পাল্লা ভারী। সে হিসেবে মহুয়ার এমপি পদ খারিজ হওয়া খুব একটা অস্বাভাবিক নয়।
এনডিটিভি-র দাবি, ৫০০ পাতার রিপোর্টে কমিটি মহুয়ার বিরুদ্ধে কড়া শাস্তির সুপারিশ করেছে। এমনকী এর জন্য মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও দাবি জানিয়েছে কমিটি। মহুয়া এবং তাঁর ব্যবসায়ী বন্ধু দর্শন হিরানন্দানির মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সরকারকে বিস্তারিত তদন্তের সুপারিশও করেছে কমিটি। তৃণমূল নেত্রী গোপন ইউজার আইডি অননুমোদিত ব্যক্তিকে দিয়েছিলেন, নগদ টাকা ও অন্যান্য সুবিধা নিয়েছিলেন ব্যবসায়ী হিরাননন্দানির কাছ থেকে। যা গুরুতর বিধি বহির্ভূত কাজ বলে মনে করে কমিটি এবং এর জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত সাংসদের।
রিপোর্টে বলা হয়েছে, কোনও কিছুর বিনিময়ে কিছু লেনদেনের মতো মহুয়া এবং হিরানন্দানির মধ্যে আর্থিক লেনদেন হয়েছে। যা নিয়ে সরকারকে তদন্ত করার সুপারিশ করেছে এথিক্স কমিটি। সূত্রে জানা গিয়েছে, কমিটির সদস্য বহুজন সমাজ পার্টির এমপি দানিশ আলির ব্যবহার নিয়েও কড়া মনোভাব নিয়েছে নিয়েছে। দানিশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মহুয়াকে করা প্রশ্ন বিকৃত করে প্রচার করেছেন। দানিশ জনতার ভাবাবেগকে প্ররোচনা দিয়েছেন বলে কমিটি অসন্তুষ্টি প্রকাশ করেছে।
উল্লেখ্য, এথিক্স কমিটির এই সুপারিশ পরবর্তী শীতকালীন অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হবে। সেখানে আলোচনার পর পদক্ষেপ করা হবে। এদিন বিকেল চারটে নাগাদ কমিটির সামনে হাজির হওয়ার কথা মহুয়া মৈত্রের।
অন্য খবর দেখুন