কলকাতা: তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে (Sukhendu Sekhar Roy) লালবাজারের নোটিস। যে কোনও সময়ে পুলিশ গ্রেফতার করতে পারে তাঁকে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করলেন তৃণমূল সাংসদ। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা দায়েরের আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি। আগামিকাল মঙ্গলবার শুনানির সম্ভাবনা। এক্স হ্যান্ডেলে আরজি কর ইস্যুতে মন্তব্য করায় পুলিশের নোটিস পাঠায় সুখেন্দু শেখর রায়কে। রবিবার দুটি নোটিস দেওয়া হয় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। পুনরায় নোটিশ দিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লালবাজারে আসতে বলা হয় তাঁকে। তিনি জিজ্ঞাসাবাদের জন্য যাবেন বলেও পুলিশকে জানিয়েছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ। তিনি তার জবাব দেওয়ার পরেই ফের তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি গ্রেফতার হতে পারে এমন আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন: আরজি করে ভাঙচুরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার মোট ৩৭
আরজি কর কাণ্ডে তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং প্রস্তাব তুলেছিলেন সুখেন্দু। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শও দিয়েছিলেন তৃণমূল সাংসদ। এমনকী আরজি করের ঘটনার তিনদিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে। কেন এত দেরী, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আরজি কর-কাণ্ড এবং তার তদন্ত সংক্রান্ত ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে সুখেন্দুকে ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে। রবিবার দুটি নোটিস দেওয়া হয় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। পুনরায় নোটিশ দিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লালবাজারে আসতে বলা হয় তাঁকে। তিনি জিজ্ঞাসাবাদের জন্য যাবেন বলেও পুলিশকে জানিয়েছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ। তিনি তার জবাব দেওয়ার পরেই ফের তাঁকে নোটিশ পাঠানো হয়েছে।
অন্য খবর দেখুন