কলকাতা: ২১ জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মেগাসভা। শহরের সব পথ মিশেছে ধর্মতলায়। ২৪ শের বিপুল সাফল্যের পর তৃণমূলের লক্ষ্য ২৬ শে বিধানসভা নির্বাচন। শহীদ মঞ্চ থেকে আগামিদিনের সুর বেঁধে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে এসে রাস্তায় মাথায় ঠেকিয়ে শহীদদের উদ্দেশে প্রণাম জানালেন অভিষেক বন্দ্যোপাধখ্যায় (Abhishek Banerjee)। অন্যদিকে তৃণমূলের সমাবেশে উপস্থিত থাকবেন অখিলেশ যাদব। কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন অখিলেশ যাদব। সঙ্গে রয়েছেন দলের নেতা কিরণময় নন্দ। বিমানবন্দর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সপা প্রধান অখিলেশ। সেখান থেকে তৃণমূল নেত্রীর সঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চে রওনা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: বাংলার মানুষ বিরোধীদের দেখিয়ে দিয়েছে মাথা নত করবে না, টুইট অভিষেকের
সকাল থেকেই আকাশের মুখবার। দফায় দফায় ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। বৃষ্টির পরেই আবার রোদ উঠল ধর্মতলায়। আরকিছুক্ষণের পর আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভাস্থলে পৌঁছলেন সাংসদ কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। বক্তব্য রাখতে শুরু করলেন সুব্রত বক্সি। তুলে ধরছেন ২১ জুলাইয়ের রক্তাক্ত দিনের কথা। তিনি বলেন, সেইসময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালিত হত মহাকরণের দুটি ঘর থেকে।
অন্য খবর দেখে