Tuesday, July 8, 2025
HomeBig newsউত্তরকাশীতে বিশ্বখ্য়াত সুড়ঙ্গ বিশেষজ্ঞ, এল রোবট

উত্তরকাশীতে বিশ্বখ্য়াত সুড়ঙ্গ বিশেষজ্ঞ, এল রোবট

ভিতর থেকে ফাটলের আওয়াজে অশনি সংকেত?

Follow Us :

উত্তরকাশী: ৯ দিন পার। উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে আটক (Tunnel Colapse) ৪১ জনের জীবন এখনও সংশয়ে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসের বাইরেও সোমবার বিশ্বখ্যাত সুড়ঙ্গ বিশেষজ্ঞ এসে পৌঁছেছেন। এখন যা অবস্থা ৪-৫ দিনের আগে উদ্ধারের কোনও সম্ভাবনা নেই। যদিও সরকারিভাবে দাবি করা হচ্ছে, আর দু-আড়াই দিন লাগতে পারে উদ্ধারে।

ড্রিলিং মেশিন চালানোর সময় ভিতর থেকে ফাটল ধরার আওয়াজ আসছে। যাকে সতর্কবার্তা বলে মনে করছেন উদ্ধারকারীরা। ভিতর থেকে নতুন করে ফাটল ধরলে ফের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ভিতরে আটকে থাকা শ্রমিক-কর্মীদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা কী পর্যায়ে রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, আগে যেভাবে উদ্ধারকাজ চলছিল, তা বন্ধ রাখা হয়েছে। এখন নতুন করে সুড়ঙ্গের মাথার উপর দিয়ে খোঁড়ার পরিকল্পনা চলছে।

আরও পড়ুন: সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ভাত-রুটি দেওয়ার ব্যবস্থা শুরু

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (DRDO) রিমোট পরিচালিত যান ‘দক্ষ’কে আনা হয়েছে সিলকিয়ারার সুড়ঙ্গমুখে। সঙ্গে এসেছে ডিআরডিও-র রোবট বিশেষজ্ঞদল। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স এসে পৌঁছেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এদিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির (CM Pushkar Singh Dhami) সঙ্গে ফোনে কথা বলেন। যে কোনও ধরনের কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আটকে পড়া কর্মীদের নিরাপদে বের করে আনার বিষয়ে জোর দেন মোদি।

অন্য় খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39