আদিগঙ্গার হাল ফেরাতে এবার উদ্যোগী হল রাজ্য সরকার। নবান্নে সোমবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদিগঙ্গায় নোংরা জল এসে পড়ছে এই জলগুলোকে কিভাবে পরিষ্কার করা যায় তার ওপরে জোর দিতে বলেন তিনি। আদিগঙ্গায় বিভিন্ন ক্যানেল থেকে যে নোংরা জল এসে পড়ছে সেগুলোকে রিসাইক্লিং কেনো করা হচ্ছে না তা এদিনের বৈঠকে জানতে চান মুখ্যমন্ত্রী। তিনি বলেন এটাও যেন ‘গঙ্গা’ না হয়ে যায়। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, গঙ্গা অ্যাকশন প্ল্যানের অন্তর্গত সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টগুলো মুখ থুবড়ে পড়ে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনেকক্ষেত্রে দেখা যায় আদি গঙ্গার পাড়ে অনেক বস্তি রয়েছে। যার ফলে সেখানে এসটিপিগুলিকে বসানো যাচ্ছে না। তাঁদের উচ্ছেদ না করে একটু উঁচু জায়গায় এসটিপিগুলোকে বসিয়ে ঠিক করে কাজ করানো যায় কিনা তা দেখে নিতে বলেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে আদিগঙ্গাকে পরিষ্কার করার জন্য বায়ো ট্রিটমেন্টের ওপরেও জোর দেওয়া হয়েছে। এসটিপিগুলোকে ঠিক করার জন্য বা নতুন কিছু পরিকল্পনা নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারদের দিয়ে একটি কমিটিও তৈরি করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Html code here! Replace this with any non empty text and that's it.