আরও একবার সামনে এল পুলিশের মানবিক দিকটি। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তাঁরা। রাজ্যে করোনা বিধি-নিষেধের কারণে প্রত্যেক মানুষই কম বেশি বিপাকে। তার মধ্যে রয়েছেন দিন আনা দিন খাওয়া রিকশা চালকরাও। এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো কাটোয়া থানা কর্তৃপক্ষ। থানার তরফে শুক্রবার এলাকার ৫০০ জন রিকশাচালকের হাতে এক সপ্তাহের খাদ্যদ্রব্য তুলে দিল কাটোয়া পুলিশ। বেশ কিছুদিন ধরেই করোনা আবহাওয়ার কারণে রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। ফলে সেভাবে খুলছে না দোকানপাট। বন্ধ ট্রেন-বাস সহ সমস্ত পরিবহণ ব্যবস্থা। যার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষদের। সেই তালিকা থেকে বাদ নেই রিকশাচালকরাও। বাড়ি থেকে কেউ না বেরোনোর ফলে যাত্রী হচ্ছে না তাঁদের। সংসার চালানোই দায় হয়ে উঠেছে অসহায় মানুষগুলোর। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াল পুলিশ। এ বিষয়ে থানার আইসি বিকাশবাবু বলেন, সাধারণের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। রিকশাচালকদের কথা মাথায় রেখে আগামী দিনেও যাতে তাঁদের কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেটা তাঁরা খেয়াল রাখবেন। অন্যদিকে, এক সপ্তাহের খাদ্যদ্রব্য পেয়ে হাসি ফুটেছে রিকশাচালকদের মুখে। পুলিশ যে শুধু দুষ্টের দমনই করে না তার পাশাপাশি শিষ্টের পালনও করে তাই প্রমাণ হল আরও একবার।
Html code here! Replace this with any non empty text and that's it.