পশ্চিমবঙ্গের ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লো মিটার, পি পি ই কীট, মাস্ক প্রভৃতি করোনা প্রতিরোধে অত্যাবশ্যাকীয় সামগ্রী তুলে দেওয়া হল কেএমডিএ সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নগরায়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধান নগর পৌরনিগমের প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক কর্তাব্যাক্তিরা। কেএমডিএ সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইট কাঠ পাথর সিমেন্ট নিয়ে সারা বছর কাজ করলেও, এই অ্যাসোসিয়েশনের মানবিক মুখ প্রশংসাযোগ্য। সারাবছর এই অ্যাসোসিয়েশন নিজেদের নানাধরনের মানব সেবায় যুক্ত রাখে। সে রক্ত দান হোক কিংবা কৃতি ছাত্রদের উচ্চশিক্ষায় আর্থিক সাহায্য অথবা মানুষের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বাংলায় এই সংগঠনের সামাজিক কাজের উদাহরণ তুলে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেএমডিএ সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ আর কোনও সংগঠন নয় আজ ওরা সমাজের মানবিক মুখ, এর সদস্যেরা সারাবছর ইট কাঠ পাথর সিমেন্ট নিয়ে কাজ করলেও এদের মন অনেক বড় , ভালো কাজ করতে হলে মানুষের পাশে দাঁড়াতে হলে মানসিকতা দরকার হয়। সব থেকে ভালো লাগার বিষয় এরা কোনও রাজনৈতিক রঙ দেখে কাজ করে না। পাশাপাশি মন্ত্রী এও জানান, এদের এই সামাজিক কাজে ও সংগঠনের সদস্যদের পাশে সব সময় থাকবেন, যে কোনও প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আগামী দিনে আরও অনেক ভালো সামাজিক কাজ করবে কেএমডিএ সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
Html code here! Replace this with any non empty text and that's it.