রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির চাকা ও ব্যাটারি চোর চক্রের হদিস। রাজারহাট রোহোন্ডা, বেয়াড়া ও উত্তর যোজরা এলাকা থেকে গতকাল রাতে চার জনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। ধৃতরা হল, রউফ আলি ওরফে খুদে(৩৪), রাজ্জাক আলি ওরফে রাজু(৩১), মইদুল রহমান(২৪) জাবেদ আলি ওরফে ক্ষুদিরাম (৩৭)।
গত কয়েক মাস ধরে রাজারহাট থানার পুলিশের কাছে অভিযোগ আসছিল রাজারহাট সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাস, লরি সহ বিভিন্ন বড় গাড়ি থেকে চাকা ও ব্যাটারি খুলে চম্পট দিচ্ছে কে বা কারা। এরপর পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে ৪ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বিশেষত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে আসা পুলিশের বাসগুলিকে এরা টার্গেট করে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই সব গাড়ি থেকে চাকা ও ব্যাটারি নিয়ে চম্পট দিত। ধৃতদের আজ রবিবার বারাসাত আদালতে তোলা হবে। ধৃত চার জনকে নিজেদের হেফাজতে নিয়ে এদের পেছনে আর করা আছে তা তদন্ত করছে রাজারহাট থানার পুলিশ।
গাড়ির চাকা ব্যাটারি চুরি, ধৃত ৪
Follow Us :