ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে বিএসএফের হাতে ধৃত চিনা নাগরিক হান চুনওয়েইকে নিয়ে। ঠিক কী কারণে সে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তাঁকে জেরা করে উঠে আসছে একের পর এক তথ্য। পুলিশ জানিয়েছে, যার কোনওটাই সঙ্গতিপূর্ণ নয়। দিন কয়েক আগে মালদহের মালিক সুলতানপুর এলাকায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করার পর বিএসএফের হাতে ধরা পড়ে ওই চিনা নাগরিক। তিনি বাংলাদেশি বন্ধুর সহায়তায় ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন পুলিশকে। তাঁর এই বাংলাদেশের বন্ধুর পরিচয় ঘিরেও দানা বাঁধছে সন্দেহ। তাঁর খোঁজে এর মধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই চিনা নাগরিককে জেরা করে জানা গিয়েছে, চিনের চুন শি গং চেং বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হয়েছেন চুনওয়েই। ওই বিশ্ববিদ্যালয়টি সেনা পরিচালিত বলে জানা গিয়েছে। কেন ইংরেজি নিয়ে তিনি উচ্চশিক্ষা করেছেন তা ভাবাচ্ছে তদন্তকারীদের। ওই চিনা ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ। সেটিকে খুঁটিয়ে দেখা হচ্ছে। সেখান থেকেও বেশ কিছু তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। তদন্তের স্বার্থে যা এখনই বলা যাবে না বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশে ওই চিনা নাগরিকের এক নাকি একাধিক বন্ধু রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, শনিবার চুনওয়েইকে মালদহ জেলা আদালতে তোলা হলে তাঁকে ১৮ জুন অবধি পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
Html code here! Replace this with any non empty text and that's it.