বেলপাহাড়িতে সৌন্দর্যে ভরা এই ফুল জারবেরা। উত্তর ভারতে এই ফুলের প্রচলন খুব বেশি। তবে শুধুমাত্র উত্তর ভারতেই না। ক্রমেই এই ফুল বাংলাতেও জনপ্রিয় হচ্ছে। সব ফুলের বাজারেই এখন জারবেরার দারুন চাহিদা। এই চাহিদার দর ধরে রাখতেই চাষ শুরু করেন জঙ্গল মহলের এক ফুল চাষি। বেলপাহাড়ির রুক্ষ মাটিতেই গ্রীন হাউসের মাধ্যমে শুরু হয় এই চাষ। হিমাচল প্রদেশের অপূর্ব এই ফুলের চাষ করে লাভের মুখও দেখছিলেন চাষি নির্মল মাহাত। দেখেছিলেন দীর্ঘস্থায়ী রোজগারের স্বপ্ন। কিন্তু করোনা পরিস্থিতিতে সব যেন ওলোট পালোট হয়ে গেলো। তিনি জানান, হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে এই ফুলের চাষ দেখেছিলেন তিনি।তারপর ফিরে এসে কাপগারি কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন। জারবেরা ফুল চাষের ট্রেনিং নিয়ে গ্রীন হাউস তৈরি করে চাষও শুরু করেন। জানা যায়, এই ফুলের চাষ করতে প্রথমবার তাঁর খরচ হয় প্রায় ১৭ লক্ষ টাকা। যার ৫০ শতাংশ সাহায্য করে ঝাড়গ্রাম জেলা উদ্যানপালন দফতর। সাধারণত বিয়েবাড়ি সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই ফুলের ভাল রকম চাহিদা আছে।কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় বিক্রি নেই ফুলের।তাই ক্ষতির মুখে জারবেরা ফুলের চাষি।ঝাড়খন্ড সহ কলকাতা, কোলাঘাট এবং জেলার বিভিন্ন প্রান্তে বিক্রি হয় এই ফুল। এরই মধ্যে প্রায় ছয় হাজার ফুল ফেলেও দিতে হয়েছে।বর্তমানে বাগানে থাকা বহু ফুলই ফের নষ্টের মুখে। সব মিলিয়ে এই একমাসে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে বলে জানান নির্মল মাহাত।
Html code here! Replace this with any non empty text and that's it.