জি -৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে উন্নত করার বিষয়ে জোর দেবেন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার পাশাপাশি অন্যান্য অতিমারি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা ও পরিকাঠামো গড়ার প্রশ্নে সওয়াল করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা-কানাডার মত অন্যান্য দেশ যেভাবে ভারতকে সাহায্য করেছে তার জন্য এইসব দেশকে ধন্যবাদ জানান তিনি। বৃটেনের কর্ণওয়ালে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে করোনার বিরুদ্ধে দেশের নাগরিক সমাজ শিল্পমহল ও সর্বোপরি কেন্দ্রীয় সরকার কীভাবে কাজ করেছে ও করছে তার উল্লেখ করেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে প্রায় দু লক্ষ মানুষ মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে দেশে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য তাঁদের চিহ্নিত করতে কন্ট্যাক্ট ট্রেসিং ও টিকা পরিকাঠামোর অভিজ্ঞতা সম্মেলনে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন এই বৈঠক থেকে সারাবিশ্বে এক বিশ্ব এক স্বাস্থ্য বার্তা দেওয়া প্রয়োজন। অন্যদিকে দেশের পিছিয়ে পড়া জেলাগুলির উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। জেলাগুলির স্বাস্থ্য পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে সার্বিক উন্নয়নের কথা বলেন মোদী।
জি-৭ বৈঠকে মোদীর ঢক্কা নিনাদ
Follow Us :