skip to content
Thursday, May 1, 2025
HomeCurrent Newsটোকিও অলিম্পিক: অফিস খুলতে দরবার কেজরিওয়ালের কাছে

টোকিও অলিম্পিক: অফিস খুলতে দরবার কেজরিওয়ালের কাছে

Follow Us :

আর ৪৯ দিন পরই ” গ্রেটেস্ট শো অন আর্থ” টোকিও অলিম্পিক। চলছে তোড়জোড়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আই ও সি) পক্ষ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অনুরোধ করা হল, সংস্থার অফিস ব্যবহার করার অনুমতি দিতে। আবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের বিস্তারিত তথ্য বাধ্যতামূলভাবে বিশ্ব সংস্থার কাছে পাঠানো। কিন্তু করোনা লকডাউনে চলায় , তা করা যাচ্ছে না।

রাজধানীতে কভিড দ্বিতীয় ওয়েভ মারাত্মক আঘাত হেনেছে। ১৪ এপ্রিল থেকে চলছে লকডাউন। এই মুহুর্তে পরিস্হিতি অনেকটাই সামলাতে পেরেছে রাজ্য সরকার। এবার দেশের ২৪০ জনের দল যাচ্ছে টোকিও অলিম্পিকে। সকলের অনলাইন নানান তথ্য আপলোড করার কাজ আটকে আছে।

আই ও এ’ র পক্ষ থেকে সভাপতি নারিন্দার ধ্রুব বাত্রা এবং সাধারণ সচিব রাজীব মেহতা চিঠিতে লিখেছেন, ” ভারতীয় দলের গেমসে যোগ দিতে জুলাইয়ে পৌঁছতে হবে। প্রচুর অনলাইন ডাটা ইনপুটের কাজ বাকি। অনেক সময় চাই। এমন লকডাউনের জন্য অনেক কাজ আটকে। আমরা অনেক পিছিয়ে আছি। বাড়ি থেকে এসব কাজ করাই যাচ্ছেনা।”

তাই অনুরোধ করা হয়েছে, আগামী সোমবার (৭ জুন) থেকে সংস্থার অফিস ব্যবহার করে এইসব কাজ করার অনুমতি দিতে।

টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা ২৩ জুলাই। শেষ হবে ৮ আগস্ট। বিশ্বের এই সর্ববৃহৎ গেমসটির হওয়ার কথা ছিল গত বছর। করোনা কারণে তা বাতিল হয়ে যায়।

ছবি:সৌ-টুইটার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular