এবার ট্রান্সজেন্ডারদের জন্য শুরু হল টিকাকরণ। তোপসিয়ার একটি বেসরকারি সংস্থায় রবিবার ৫০ জন এলজিবিটিকিউদের টিকাকরণ করা হয়। প্রান্তকথা নামে এক সংগঠন বিনামূল্যে এই টিকাকরণের ব্যবস্থা করে। এই শিবিরে এসেছিলেন আদিত্য, সুস্মিতা, দেবজিৎরা। প্রান্তকথার তরফে জানানো হয়েছে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ নিয়ম মেনে দেওয়া হবে। টিকা পেয়ে খুশি আদিত্য, সুস্মিতারা।
Html code here! Replace this with any non empty text and that's it.