এক ঝলক দেখে বোঝার উপায় নেই যে তিনি কিং খান নয়। অবিকল সেই হাসি, সেই লুক ইব্রাহিম কাদরির। শুধু গালের উপর ডিম্পলটাই নেই। পেশায় অভিনেতা ইব্রাহিম কাদরির শরীরী ভাষাও অনেকটাই শাহরুখের মত। তার ইনস্টাগ্রামে শাহরুখের মত লুকে ছবি দেখে ইতিমধ্যেই অনুরাগীর সংখ্যা বাড়িয়ে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ইব্রাহিমের অনুরাগীর সংখ্যা পাঁচ লাখ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড রমান্স কিং এর ডুপ্লিকেট দেখা গেছে বেশ কয়েকবার। তবে নতুন করে ভাইরাল ইব্রাহিম কাদরি। কারণ অন্যদের তুলনায় এই অভিনেতার সঙ্গে শাহরুখের চেহারার বেশি মিল। শাহরুখের চেহারার সঙ্গে মিল থাকায় ইব্রাহিম অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছে। তাছাড়া ছবিতে কখনো শাহরুখের বডি ডাবল এর প্রয়োজন হলে ছুটে যান সেটে। শাহরুখের মতো অভিনয় করে অথবা সংলাপ বলে দর্শকদের মনোরঞ্জনও করেন। বলিউড সুপারস্টারের ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও অন্যান্য ছবির স্টাইল নকল করে নিজের ছবি সেট করিয়ে সেগুলো ইনস্টাগ্রামে দেওয়ার ফলে প্রতিদিনই বাড়ছে ইব্রাহিমের অনুরাগীর সংখ্যা। শাহরুখের বিখ্যাত কায়দায় দুদিকে হাত তুলে ছবি পোস্ট করে কাদরি এখন নতুন ডুবলিকেট হিরো।
Html code here! Replace this with any non empty text and that's it.