স্ত্রীর সঙ্গে নৈশভ্রমনে বেড়িয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী৷চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছে।আহত ব্যাক্তির নাম নিলয় বিশ্বাস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি পলাশিপাড়া থানার রাধানগরে।পরিবারের লোকেরা জানিয়েছেন, আহত ওই পুলিশকর্মী বড় আন্দুলিয়ার শ্বশুরবাড়িতে দাদাশ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। বুধবার রাত্ সাড়ে নটা নাগাদ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন তিনি৷অভিযোগ, এমন সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে পথ আটকিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়৷ গুলির আওয়াজ পেয়ে স্থানীয় পেট্রোল পাম্পের কর্মীরা ছুটে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা৷এরপর পেট্রোল পাম্পের কর্মীরাই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়৷সেখান থেকে চিকিৎসকরা তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করেন৷কে বা কারা এর সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্যই বা কী ছিল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। একজন পুলিশকর্মীকে যদি এইভাবে আক্রান্ত হতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তা নিয়ে উঠছে প্রশ্নও।
Html code here! Replace this with any non empty text and that's it.