শনিবার সকালে ধর্ষকের পরিবারের হাতে নিগৃহীত হলেন নির্যাতিতার বাবা। বসিরহাট মহকুমার হাসনাবাদের আঙ্গারা গ্রামের ঘটনা। ওই গ্রামেরই বাসিন্দা, বছর ১৭’র ছাত্রী প্রেমে পড়ে, বছর পঁয়ত্রিশের সুভাষ মণ্ডলের। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এরপর মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় ওই নাবালিকাকে। হাসনাবাদ থানায় সুভাষের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগ করেন ওই ছাত্রীর বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে ছাত্রী ও অভিযুক্ত কেরলে রয়েছে। ২০১৮ সালের শেষের দিকে, চাইল্ড লাইন ও হাসনাবাদ থানার পুলিশ যৌথ উদ্যোগে কেরল থেকে ছাত্রী ও অভিযুক্তকে রাজ্যে ফিরিয়ে আনে। পকসো আইনে গ্রেফতার করা হয় সুনীল মণ্ডলকে। ঘটনায় জেল হেফাজত হয় তার। এখনও জেল হেফাজতেই রয়েছে সুনীল। এদিকে শনিবার সকালে নির্যাতিতার বাবা বাজারে গেলে তাঁর ওপর চড়াও হয় অভিযুক্তের পরিবার। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁকে। অভিযোগ তুলে না নিলে চরম শাস্তি পাবে বলেও হুমকি দেয় অভিযুক্তের পরিবার। হাসনাবাদ থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার পরিবার অভিযুক্ত পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Html code here! Replace this with any non empty text and that's it.