বাঁকা নদী থেকে উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হল বর্ধমান বন দফতরের কর্মীদের হাতে। রবিবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সাহাচেতন এলাকার বাঁকা নদীতে প্রতিদিনের মত মাছ ধরতে যায় স্থানীয় যুবক সেখ রাহুল। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় এখানে মাছ ধরতে আসি।মাছ ধরার সময় হঠাৎ দেখি জালে একটা কচ্ছপ উঠে আসে। প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম কচ্ছপ। পাড়ার সবাই আসে। খবর দেওয়া হয় বন দফতরে।বন দফতরের কর্মীদের হাতে তুলে দিলাম প্রায় সাত আট কিলো ওজনের কচ্ছপটি। যশের কারনেই বৃষ্টিতে সব পুকুর নদী ভরে যাওয়ার জন্য এই কচ্ছপটি ভেসে এসেছে বলে মনে হচ্ছে।’ বর্ধমান বন দফতরের কর্মী সম্রাট বাগদি বলেন, ‘বর্ধমান সাহা চেতন এলাকার কয়েকজন যুবক মাছ ধরার সময় এই কচ্ছপটি পায়।কচ্ছপটি আমাদের বন দফতরের হাতে তুলে দিলো। এটা নিয়ে বনদফতরে জমা করা হয়ে সেখান রাখা হবে।
Html code here! Replace this with any non empty text and that's it.