নন্দীগ্রামে ট্রলার ডুবে নিখোঁজ ৩ ব্যক্তির মধ্যে ২ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল সোমবার সকালে। শনিবার রাতে নন্দীগ্রামের কেন্দামারি জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত্যু হয়েছিল ১ জনের। ট্রলারের আরও ৩ জন নিখোঁজ ছিল। মৃত ব্যক্তির নাম প্রদীপ মান্না। বাড়ি কাঁথির মশাগাঁ গ্রামে। শনিবার রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময় ঘটনাটি ঘটে। মাছ ধরার জন্য মোট ১৪ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। খাওয়া দাওয়ার জন্য রাতে নোঙর করা হচ্ছিল ট্রলারটি। তখনই দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস, বিডিও সুমিতা সেনগুপ্ত সহ নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকাজ চালানো হয়। উদ্ধারকাজের জন্য হলদিয়া উপকূল রক্ষী বাহিনী এবং এনডিআরএফ টিমের সঙ্গে যোগাযোগ করে জেলা প্রশাসন। রবিবার সারাদিন তল্লাশি চালানো হয় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য। অবশেষে সোমবার সকালে ২ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তিদের নাম কাশীরাম সিট ও রুপেশ ভূুঁইয়া। তাঁদের বাড়ি মারিশদা থানা এলাকায়। এখনও এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
Html code here! Replace this with any non empty text and that's it.