ভ্যাপসা গরমের হাত থেকে বাঁচতে অবশেষে স্বস্তির খবর মিললো। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।২৪ ঘন্টার মধ্যে রাজ্যে প্রবেশ করছে দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বঙ্গোপসাগরের বুকে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । সেই প্রভাবেই আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম দিক থেকে বর্ষা ঢুকবে ওড়িশার ওপর দিয়ে দক্ষিণবঙ্গে । এরফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মত উপকূলবর্তী জেলা গুলিতে হতে পারে ভারী বৃষ্টি । পাশাপাশি আজ শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি , ঝাড়গ্রামসহ পশ্চিম মেদিনীপুরেও। একইভাবে রবিবার ও সোমবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলের জেলাগুলিতে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া। পাশাপাশি নিম্নচাপ ও অমাবস্যার কোটালের কারণে মৎস্যজীবীদের শুক্রবার থেকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে ভরা কোটালের জোয়ারের সময় সমুদ্রের জলস্তর ১৬.৬৩ ফুট হতে পারে। কলকাতায় জোয়ারের সময় বেলা ২টো ৪ মিনিটে জলস্তর উঠতে পারে ১৭.০৬ফুট।
নিম্নচাপের জেরেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে
Follow Us :