সাতসকালে নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে দুই যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলি ও কুপিয়ে খুন করা হয় দুই যুবককে। মৃতদের নাম তেতুলে দফাদার ও মইদুল দফাদার(৩৫)। সকালবেলায় এলাকাবাসী দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। প্রথমে তাঁরা চিনতে পারেনি। পরে জানা যায় ধাপারিয়া গ্রামে বাড়ি এই দুজনের। পুলিশ সূত্রে জানা যায়, দু’জনের বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগে ছিল। তেতুলে দফাদারের ভাই কদর দফাদার জানান, সকাল ছটা নাগাদ ফোন করে তার ভাইকে ডেকে নিয়ে যাওয়া হয়। তাঁদের পরিবারের অভিযোগ, সেলিম সেখ অশোক দত্ত নামে দু’জন তাদেরকে ডেকে নিয়ে যায় এরপর তাদের বাড়িতে দু’জনের মৃত্যুর খবর আসে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরেই এই খুন।ঘটনাস্থল থেকে বিভিন্ন সামগ্রী ও কার্তুজের খোল উদ্ধার করেছে তদন্তকারী অফিসার। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে। এলাকা থমথমে।
Html code here! Replace this with any non empty text and that's it.