বেঁচে আছেন আল-জওয়াহিরি। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর জঙ্গি সংগঠন আল কায়দার দায়িত্ব যার কাঁধে। মনে করা হচ্ছে সেই মোস্ট ওয়ান্টেড জওয়াহিরি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছেই কোথাও একটা গোপন স্থানে আত্মগোপন করে রয়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এও জানানো হয়েছে, কুখ্যাত এই জঙ্গি সংগঠনের মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।
শুক্রবারের ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, আলকায়দার একটি উল্লেখযোগ্য অংশ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বাস করে। যার প্রধান আইমন আল জাওয়াহিরি সম্ভবত বেঁচে রয়েছে। তবে প্রচার করতে পারছে না।
সম্প্রতি আফগানিস্তানে এই জঙ্গি সংগঠনের কার্যকলাপ ফের মাথা চাড়া দিয়ে ওঠায় আতঙ্কের প্রহর গুনছে বিশ্ব।
বেঁচে আছেন জওয়াহিরি, দাবি রাষ্ট্রপুঞ্জের
Follow Us :