শুক্রবার ভরা কোটাল। আর তার জেরে গঙ্গাতে জলস্তর স্বাভাবিকের চেয়ে অনেকটাই বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তা ছিল। আর এর জেরে হুগলি নদীর তীরবর্তী কলকাতার নিচু এলাকাগুলো নিয়েও সতর্কবার্তা দেয় আবহাওয়া দফতর। তাদের দেওয়া বার্তায় জানা গেছে, ভরা কোটাল ও জোয়ারের জন্য জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গঙ্গাতে। জলস্তর বৃদ্ধি পেয়ে তা যদি দীর্ঘক্ষণ বজায় থাকে এবং ভাটার টান দেরিতে শুরু হয়-তা নিয়ে চিন্তায় প্রশাসন। সেই সময়ের মধ্যেই যদি কলকাতার বুকে বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়, তবে জলমগ্ন হয়ে পড়তে পারে শহর কলকাতা। এই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতর থেকে পেয়ে আগাম প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা।
এমন পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগেই কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম শহর কলকাতার সব পাম্পিং স্টেশনগুলির জন্য হাই এলার্ট জারি করেছেন। পাশাপাশি নিচু এলাকাগুলিতে জলমগ্ন হয়ে পড়ার আগেই সেখান থেকে দ্রুত মানুষকে রক্ষা করতে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন ভ্রাম্যমাণ পাম্পসেট-এর ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার গঙ্গার পাড় সংলগ্ন অঞ্চল ও শহরের লকগেটগুলি ঘুরে দেখেন প্রশাসকরা। কলকাতা পৌরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য ও নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত তারক সিং রয়েছেন এই বিপর্যয় সামাল দেওয়ার মুখ্য দায়িত্বে।
কোটাল মোকাবিলায় প্রস্তুত কেএমসি
Follow Us :