রাজস্থানের চিতোগড়ে গোরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করল জনতা। মৃত ব্যক্তি মধ্যপ্রদেশের আচলপুরের বাসিন্দা। জানা গেছে ওই ব্যক্তির নাম বাবুলাল ভিল। বাইকে করে তিনি ও আর এক ব্যক্তি যাওয়ার সময় পথ আটকায় জনতা। বাইক থেকে তাঁদের দুজনকে টেনে- হিঁছড়ে নামিয়ে মারধর করতে শুরু করে তারা। বেগু টাউনের কাছে এই ঘটনা ঘটে।
ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। উদয়পুর রেঞ্জের পুলিশ আধিকারিক বলেন, ‘মধ্যরাত নাগাদ পুলিশ থানায় খবর আসে, কয়েকজন গাড়িতে করে গোরু নিয়ে যাচ্ছিল। একদল ব্যক্তি তাঁদের ঘিরে ধরে মারধর করছে। এরপর ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। গিয়ে দেখেন, রাইতি গ্রাম ও আশপাশের এলাকার লোকজন বাবু ও পিন্টু নামে ওই দুই ব্যক্তিকে মারধর করছে।’
পুলিশ সূত্রের খবর আক্রমণকারীরা ওই দুই ব্যক্তির থেকে তাঁদের কাগজপত্র ও মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে বাবু মারা যায়। পিন্টুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘুরে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।