skip to content
Wednesday, April 23, 2025
HomeCurrent Newsরিয়াল মাদ্রিদ ছেড়ে অবশেষে মুখ খুললেন জিদান

রিয়াল মাদ্রিদ ছেড়ে অবশেষে মুখ খুললেন জিদান

Follow Us :

ছিল জোর গুঞ্জন। কিন্তু তা সত্যি হল।

গত সপ্তাহেই ক্লাব ছাড়ার ঘোষণা করেছিলেন জিনেদিন জিদান। কিন্তু কেন? অবশেষে মুখ খুললেন তিনি। রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন কোচ নিজের ভক্ত ও সমর্থকদের উদ্দেশে এক খোলা চিঠিতে বলেছেন রিয়াল ছাড়ার কারণ। স্প্যানিশ পত্রিকা এএস-এ সোমবার প্রকাশিত হয় জিদানের খোলা চিঠি। সেই চিঠিতে জিদান জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদ কোচের ভূমিকায় তাঁর ওপর ভরসা হারিয়ে ফেলেছিল এবং তাঁকে বিশ্বাস করতে পারেনি। লিখেছেন, ‘আমি ক্লাব ছেড়েছি কারণ তারা আমার ওপর বিশ্বাস রাখতে পারেনি। এটাই তো আমার দরকার ছিল। দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য তারা আমাকে নিয়ে ভেবেনি ’। এমনটাই বলেন এই চোস্ত ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান।

রিয়ালের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা খেতাব জেতা জিদান বলতে ভোলেননি যে – রিয়ালের কর্তাদের আচরণ তাঁর ভালো লাগেনি।লিখেছেন  ‘ আমি একজন জাত চ্যাম্পিয়ন। এখানে ট্রফি জিততেই এসেছিলাম। কিন্তু এসবের বাইরেও মানুষের আবেগ আছে , জীবন আছে। আমার মনে হয়েছে এগুলোর কোনো দাম দেওয়া হয়নি। এই বিখ্যাত ক্লাবটি যে এভাবেই চলে সেটা অনেকের জানা ছিল না। ’

তাঁর সম্পর্কে নানান নেগেটিভ খবর ক্লাব থেকে সংবাদমাধ্যমের কাছে নিয়মিত ফাঁস করা হত বলে দাবি করেছেন জিদান। খোলা চিঠিতে তিনি বলেন, ‘ প্রচারমাধ্যমে যখন পড়তাম যে এক ম্যাচ হারলেই আমাকে বরখাস্ত করা হবে—তখন মনে অত্যন্ত আঘাত পেতাম। ইচ্ছে করে ক্লাবের ভেতরের এমনসব খবর মিডিয়ায় ফাঁস করা হয়েছে তা কিন্তু ক্লাবের ওপর অনেক প্রভাব ফেলেছে। এগুলো ভুল-বোঝাবুঝি তৈরি করত।’

ক্লাব আর ক্লাব সভাপতির সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হলেও খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্ক সব সময়ই দারুণ ছিল উল্লেখ করে জিদান দাবি করেন। ‘ কপাল ভালো  আমার সঙ্গে দারুণ কিছু ফুটবলার ছিল, যারা আমার জন্য লড়াই করতে প্রস্তুত ছিল। খারাপ সময়ে তারাও অসাধারণ জয় উপহার দিত। প্রতিদিন অল্প অল্প করে যা তৈরি করেছি, বিশেষ করে খেলোয়াড়দের সঙ্গে আমার যে দারুণ সম্পর্ক সেগুলো সবই ভুলে গেছে ক্লাব।’

এখন ক্লাব ছাড়ার পর থেকেই জল্পনা-কল্পনা চলছে জিদান যাচ্ছেন কোথায়? ইতালিয়ান জায়ান্ট ও নিজের প্রাক্তন ক্লাব জুভেন্তাসে যোগ দিচ্ছেন কি না, এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি ১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী। ‘ আমি চলে যাচ্ছি কিন্তু তারমানে এই না যে হুট করে কোনও সিদ্ধান্ত নেব। কোচিং করানোয় আমার ক্লান্তি নেই।’

প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর জিদান ক্লাব ছাড়েন ২০১৭-১৮ মরসুম শেষে। তার পরের মরসুমে দু’জন ম্যানেজার এসে ব্যর্থ হলে মরসুমের শেষ ভাগে আবারও দায়িত্ব পান জিদান। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য না পেলেও

২০১৯-২০ মরসুমে রিয়ালকে লা লিগা খেতাব এনে দেন  তিনি।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Video thumbnail
Amarnath Temple | অমরনাথ যাত্রার আগে ঝাঁঝরা পর্যটকরা, ভ/য়াবহ হামলা, দেখুন কী অবস্থা
01:28:54
Video thumbnail
Mamata Banerjee | বড় ঘোষণা কবে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী? দেখুন এই ভিডিও
01:43:26
Video thumbnail
Narendra Modi | মোদির সৌদি আরব যাওয়া নিয়ে বি/স্ফো/রক ওয়াইসি, কী বললেন দেখুন
01:10:35
Video thumbnail
Mamata Banerjee | 'কীভাবে ধুলিয়ানে চক্রান্ত করেছে ফাঁ/স করে দেব'
01:03:35
Video thumbnail
Mamata Banerjee | 'এই গরমে কেন বসে আছেন? স্কুলে যানমাইনে পাবেন!' চাকরিহারাদের আর কী বললেন মমতা?
01:20:45
Video thumbnail
Mamata Banerjee | 'স্কুলে ফিরুন' চাকরিহারাদের মমতার বার্তা
34:45
Video thumbnail
Gold Price Today | Gold Price Hike | সোনার দাম ১ লাখ টাকার বেশি, আর কত বাড়বে?
01:55:07
Video thumbnail
Mamata Banerjee | চাকরিহারাদের কী বার্তা মমতার?
40:46
Video thumbnail
Sharad Pawar | Ajit Pawar | শরদ ও অজিত পাওয়ারের একান্ত বৈঠক, কোন সমীকরণে মহারাষ্ট্রের রাজনীতি?
01:03:32
Video thumbnail
Mamata Banerjee Speech | মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, দেখুন সরাসরি
03:55:15