‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খোরানাকে সাভারকরের চরিত্রে দেখা যেতে পারে। মহেশ মঞ্জরেকার এর পরিচালনায় এই ছবির কথা কয়েক দিন আগে নির্মাতারা ঘোষণা করেছেন। সাভারকারের চরিত্রের জন্য নির্মাতারা এমন একজন অভিনেতার খোঁজ করছিলেন যিনি তাঁর চরিত্রায়নে নিজেকে ভাঙতে পারেন, অন্য ভাষা তাড়াতাড়ি রপ্ত করতে পারেন। অন্যদিকে ছবিটি বেশ বড় বাজেটের হওয়ায় পরিচিত মুখও দরকার ছিল নির্মাতাদের। জানা গেছে রাজকুমার রাও এর কাছে প্রস্তাব দিলে, তিনি ব্যস্ত থাকায় সময় দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। জানা গেছে, আয়ুষ্মান নির্মাতাদের চিত্রনাট্যের পছন্দ হয়েছে বলে জানিয়েছে। পরিচালক নির্মাতা ও শিল্পীদের সঙ্গে ঠিকঠাক সমন্বয় সাধন হলে এবছরের শেষের দিকেই শুটিং শুরু হতে পারে।
Html code here! Replace this with any non empty text and that's it.