রাজ্যে জারি হওয়া করোনার বিধি-নিষেধকে অমান্য করে বেআইনিভাবে মদ বিক্রি করার অপরাধে গ্রেফতার তিন যুবক। গ্রেফতার করলো নারায়ণপুর থানার পুলিশ। ধৃত তিন জনের নাম রাজু পাল(২৩), অরূপ পাল(২৪) ও অভিজিৎ ঘোষ(১৯)
নারায়ণপুরের গঙ্গানগর এলাকা থেকে এই তিন যুবককে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। অভিযোগ যে বেশ কয়েকজন যুবক সরকারি বিধি-নিষেধকে অমান্য করে বেআইনি ভাবে রাতের অন্ধকারে একটি চারচাকা গাড়িতে প্রচুর মদ নিয়ে বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ হানা দিয়ে এই ৩ জন যুবককে হাতেনাতে ধরে ফেলে বাকিরা পালিয়ে যায়। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে তারা গাড়িতে করে মদ নিয়ে এসে বিক্রি করছিল এর পরেই তিনজন যুবককে গ্রেফতার করে ও তাদের সঙ্গে থাকা চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করে নারায়ণপুর থানার পুলিশ।
নিষেধাজ্ঞা অমান্য করে মদ বিক্রি, ধৃত ৩
Follow Us :