HomeCurrent Newsশবদেহ সৎকারে লাগবে শংসাপত্র

শবদেহ সৎকারে লাগবে শংসাপত্র

এবার শবদেহ সৎকার করতে নিয়মনীতির কড়াকড়ি শুরু করলো তারাপীঠ মহাশ্মশান কমিটি এবং স্থানীয় পুলিশ প্রশাসন। শবদেহ কোভিড আক্রান্ত নয় সেই সাপেক্ষে দাখিল করতে হবে নির্দিষ্ট সরকারি নথি। বাড়িতে মৃত্যু হলে সেক্ষেত্রে কোভিডে মৃত্যু নয় সেই মর্মে এলাকার জনপ্রতিনিধির দেওয়া শংসাপত্র দাখিল করতে হবে। তবেই শবদেহ দাহ করতে দেওয়া হচ্ছে তারাপীঠের মহাশ্মাশানে। শ্মশান কমিটির এই সিদ্ধান্তে বিপাকে পড়তে হচ্ছে শবদেহ দাহকারীদের।
রাজ্যের অন্যতম বীরভূমের তারাপীঠ মহাশ্মশান। এতদিন কোন চিকিৎসক কিম্বা এলাকার জনপ্রতিনিধির দেওয়া শংসাপত্রের যেকোনো একটি নথি দাখিল করলেই এই শ্মশানে শবদেহ দাহ করার অনুমতি মিলত। কিন্তু জেলায় করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন ও শ্মশান কমিটি। বিশেষ করে এই শ্মশানে করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সেই কারণে এবার থেকে শবদেহ দাহ করতে এলে সেই শবদেহে যে করোনা সংক্রমণ নেই সেই সপক্ষে উপযুক্ত নথি দাখিল করতে হচ্ছে। তবে এই নিয়মনীতির বেড়াজালে বিপাকে পড়তে হচ্ছে শবদেহ দাহ করতে আসা মানুষজনদের। অভিযোগ স্বাভাবিক কারনে মৃত্যু হয়েছে এমন মৃতদেহের চিকিৎসকের দেওয়া শংসাপত্র দাখিল করলেও মিলছে না শবদেহ দাহ করার অনুমতি। সেক্ষেত্রে শ্মশানে ঘন্টার পর ঘন্টা শবদেহ ফেলে রেখে এলাকার জনপ্রতিনিধির কাছে ছুটতে হচ্ছে শংসাপত্র নিয়ে আসতে। তাতে দেরী হচ্ছে শবদেহ সৎকারের কাজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 15 =

Most Popular

Recent Comments