Friday, July 18, 2025
HomeCurrent Newsদেশের সামরিক শৌর্য্যের মুকুটে আইএনএস ভিক্রান্তের পালক

দেশের সামরিক শৌর্য্যের মুকুটে আইএনএস ভিক্রান্তের পালক

Follow Us :

কোচি: ভারতে এই প্রথম। আগামী বছরের মধ্যেই ‘মেড ইন ইন্ডিয়া’র এয়ার ক্রাফট ক্যারিয়ার তৈরির প্রজেক্ট সম্পূর্ণ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার কোচিতে এই কথা ঘোষণা করেন।  প্রকল্পটির নাম রাখা হয়েছে আইএনএস ভিক্রান্ত।

আরও পড়ুন: পাকিস্তান বিস্ফোরণকাণ্ডে দিনভর তল্লাশি

কতটা কাজ এগোল, তা দেখতে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী দক্ষিণ ভারতের নৌ-সেনার কেন্দ্র কেরলের কোচিতে আসেন। ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ভারতে তৈরি কাঁচামাল দিয়ে গড়ে উঠছে আইএনএস ভিক্রান্ত।  এ সবই ঘুরে দেখলেন রাজনাথ সিং। বললেন, খুব জোরকদমে কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী বছরের প্রথমদিকেই কাজ শেষ হয়ে যাবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে তা ভারতের নৌবাহিনীর মুকুটে আরও একটা নতুন যুক্ত করবে। এটি ‘আত্মনির্ভর ভারতের’ এক অন্যতম উদাহরণ হিসেবে থেকে যাবে বলেও আশাবাদী রাজনাথ সিং।

আরও পড়ুন: কাশ্মীরের ‘দিল’ জিততে মরিয়া দিল্লি

আগামী বছর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। আইএনএস ভিক্রান্ত প্রকল্প সম্ভবত তার আগেই শেষ হবে। সম্মান জানাবে স্বাধীনতা দিবসকে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39