পুরী :নন্দন কানন এক্সপ্রেসে গুলি! মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রকের চারাম্পা স্টেশনের কাছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
মঙ্গলবার সকাল ৯.২৫ নাগাদ ভদ্রক স্টেশনের কাছে পুরীগামী নন্দন কানন এক্সপ্রেসে গুলি চলার ঘটনা ঘটে। ঘটনার সত্যতা বিবৃতি প্রকাশ করে স্বীকার করে নেওয়া হয়েছে রেলের তরফে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার, পশ্চিম মেদিনীপুরে শোকের ছায়া
ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভদ্রকের চারাম্পা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে পুরীগামী নন্দন কানন এক্সপ্রেস। ট্রেনের একটি কোচের কাচের জানলায় রয়েছে গুলির দাগ। ট্রেনের ভিতর থেকে কয়েকজন যাত্রীকে উঁকি দিতেও দেখা যায়। আকস্মিক এই ঘটনায় তাঁদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রেন লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলি চালায়। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।
ঘটনাটির পর রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সদস্যরা যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে চারাম্পা স্টেশন থেকে বাড়তি পাহারা দিয়ে পুরী পর্যন্ত ট্রেনটিকে নিয়ে যায়।
দেখুন অন্য খবর: