কৃষ্ণনগর: আজ জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। কৃষ্ণনগরে ধুমধাম করে পালন করে পালন করা হয় জগদ্ধাত্রী পুজো। আর বিসর্জনের দিন কৃষ্ণনগরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। আকস্মিক আগুনে ভস্মীভূত হয়ে যায় এলাকার গোটা একটা বাড়ি। ঘটনায় মৃত এক। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
আরও পড়ুন: ট্যাবের টাকা গায়েবের ঘটনায় এবার মুখ্যসচিবের কড়া নির্দেশ
জানা যাচ্ছে, কৃষ্ণনগর বউবাজার এলাকার হুগলিতলার ‘আমরা সবাই’ ক্লাবে বিসর্জনের ঠিক আগে লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল। দমকলের দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু দমকল সূত্রে খবর, আগুনের লেলিহান শিখায় পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
স্থানীয়দের দাবি, ‘আমরা সবাই’ ক্লাবের দোতালার ওই ঘরে মজুত করা ছিল ব্যাটারি ও অন্যান্য সামগ্রী। দাহ্য সামগ্রী মজুত থাকার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে জমিয়ে রাখা ব্যাটারি ও অন্যান্য সামগ্রী বেআইনি ছিল কি না তা খতিয়ে দেখবে পুলিশ।
দেখুন অন্য খবর: