কলকাতাঃ এখনও আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা। সেই আবহেই বারবার হাসপতালের থ্রেট কালচার নিয়ে উঠছে অভিযোগ। কদিন আগেই ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক যুবকের দেহ উদ্ধার হয় তার রুম থেকেই। সেই চিকিৎসকও সরব হয়েছিলেন হাসপাতালের থ্রেট কালচার নিয়ে। আর এই আবহেই আবারও এক পড়ুয়াকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তার রুম থেকে। ঘটনাটি ঘটে এসএসকেএম হাসপাতালে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালেরই সিসিইউতে।
আরও পড়ুনঃ বলবন্ত সিংয়ের ক্ষমা ভিক্ষার আর্জি রাষ্ট্রপতিকে বিবেচনার সুপ্রিম অনুরোধ
তবে কী কারণে অচৈতন্য অবস্থায় তাঁকে তাঁর রুম থেকে পাওয়া গেল সেই নিয়ে শুরু হয়েছে তরজা। কারুর প্রাথমিক অনুমান চিকিৎসক নিজেই আত্মহত্যার চেষ্টা করে, আবার কারুর অনুমান কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় জন্য অচৈতন্য হয়ে পরেন তিনি।
সূত্রের খবর, এসএসকেএম হাসপতালের এই চিকিৎসক পরোক্ষভাবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম ভূমিকা পালন করেছেন। কোন কারণে কী তিনি থ্রেট কালচারের স্বীকার হলেন? এই নিয়ে উঠছে প্রশ্ন।
দেখুন অন্য খবর