মুম্বই: বোম্বে হাই কোর্টে আরিয়ান খানের হয়ে প্রাক্তন অ্যাটর্নিজেলারেল মুকুল রোহতাগি মাদক মামলায় সওয়াল করলেন৷ দীর্ঘ সওয়াল জবাবের পরেও মাদক মামলায় জামিন পেলেন না আরিয়ান খান৷ আগামী কাল বুধবার এই মামলার ফের শুনানি হবে৷ একই সঙ্গে মাদক মামলায় আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও শুনানি হবে কাল৷ এ দিকে জামিন না পাওয়ায় আপাতত আরিয়ানকে জেলেই থাকতে হবে। মাদক সংক্রান্ত বিচারের জন্য মুম্বইয়ের এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সস অ্যাক্ট) আদালত এই নির্দেশ দিয়েছে।
#AryanKhan matter taken.
Sr Adv #MukulRohatgi : I beg to appear in the first of these matters.
ASG tenders reply to the bail application.#BombayHighCourt
— Live Law (@LiveLawIndia) October 26, 2021
কর্ডেলিয়া ক্রুজ নামক প্রমোদতরীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। কর্ডেলিয়া ক্রুজে ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বিভিন্ন সদস্যরা।
আগে থেকে খবর পেয়ে ২ অক্টোবর শনিবার সেই বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি।
আরও পড়ুন-যোগী সরকারকে লখিমপুর কাণ্ডের সব সাক্ষীদের সুরক্ষা দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
এরপর গত ৩ অক্টোবর অর্থাৎ রবিবার এই কারণে গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান। এদিন জামিনযোগ্য ধারাতে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। তবে, জামিনযোগ্য ধারাতে গ্রেফতার করলেও বিশেষ আদালতে জামিন পাননি আরিয়ান। ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান-সহ তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে এনসিবি হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আদালত।