গতবারের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ হকি দল। এবার এশিয়া কাপ সুপার ফোর রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ম্যাচ ড্র করে ফাইনালে খেলার আশা জাগিয়ে রেখেছে দল। এবার তা নিশ্চিত করতে শেষ ম্যাচে সরাসরি জয় ছিনিয়ে নিতে মুখিয়ে ভারতীয় দল।
এই পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারানোর পর মালয়েশিয়ার মরিয়া লড়াই ভারতের জয় রুখে দিয়েছে।
#AsiaCupHockey: #India Face #Korea In A Must-Win Match For Spot In Title Clash #AsiaCupHockey2022#AsiaCup2022#IndiavsKoreahttps://t.co/y4UZ2sV1SZ
— India.com (@indiacom) May 30, 2022
পয়েন্ট টেবলে দক্ষিণ কোরিয়া এখন শীর্ষে গোলের তারতম্যে। তাদের গোল +২(৫টি দিয়েছে, খেয়েছে ৩টি)।দ্বিতীয় স্থানে থাকা ভারতের সেখানে +১(দিয়েছে ৫টি, খেয়েছে ৪টি)। গোলের অঙ্ক বলছে,শেষ লিগ ম্যাচে ভারত-দ:কোরিয়া ম্যাচ ড্র হলে আর জাপানকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে মালয়েশিয়া যদি হারিয়ে দিতে পারে–তাহলে ফাইনালে তারাই খেলার সুযোগ পেয়ে যাবে।
🇮🇳 3-3 🇲🇾
India trailed 0-2 at half-time.
India trailed 1-2 at start of Q4.
India led 3-2 in Q4.
Malaysia then made it 3-3.A superb game of hockey on Sunday in Jakarta. 🔥https://t.co/nevazKod7M
— The Field (@thefield_in) May 30, 2022
এইসব অংকের উপর ভরসা করতেই নারাজ ভারতীয় শিবির। লক্ষ্য এটাই-সরাসরি ম্যাচ জিতে ফাইনাল খেলতে নামা।
ছবি: সৌ টুইটার।