
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক অতনু ঘোষ যখনি জুটি বেঁধেছে, সিনেপ্রমীদের কাছে সিনেমার নতুন দিগন্ত খুলে গেছে। ময়ুরাক্ষী, রোববার এর মত ছবি উপহার পেয়েছে দর্শক।
এই জুটি এক নতুন কাহিনির নিয়ে হাজির হতে চলেছে। ছবির নাম ‘শেষ পাতা’। শুক্রবার এই ছবির শ্যুটিংয় শুরু হল। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন গার্গী রায় চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় প্রমুখ। এই ছবির মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান যাত্রা শুরু হল ‘শেষ পাতা’র।
আরও পড়ুন:মিতালি সৃজিত সাক্ষাৎ
সূত্র অনুযায়ী আজ থেকে শ্যুটিং শুরু হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই শ্যুটিংয়ের কাজ শুরু করবেন আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। এই ছবির গল্প নিয়ে বিশেষ কিছু না বললেও টলিউডের দাদা জানান, এই ছবির জন্য তাঁকে একদম অন্য মানুষে হতে হবে, তাই এই ছবিতে মেকআপের সাহায্য নিতে হচ্ছে। কিছুদিন আগেই এই ছবির চরিত্রর জন্য বেশ কয়েকবারের লুক টেস্টের পর তাঁর লুক সেট হয়েছে। এই ছবির শ্যুটিং চলছে, কবে মুক্তি পাবে এখনি জানা যায়নি, আপাতত এই ছবির মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় হিট।