হাওড়াঃ উলুবেড়িয়ায় ফের বিস্ফোরণ! বাড়িতে তৈরি হচ্ছিল বেআইনি বাজি। বাজি ফেটেই ঘটে বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।
শনিবার মধ্যরাতে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে ফাটল ধরেছে এলাকার আশেপাশের বেশ কয়েকটা বাড়িতে। ভেঙেছে জানলা দরজার কাচও। ঘটনাস্থলে উপস্তিত বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি বিজেপির, ‘গোগো দিদি’ প্রকল্পে ২১০০ টাকা
পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যরাতে বিস্ফোরণটি ঘটে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে পুলিশের পক্ষ থেকে ঘটনার জেরে আটক করা হয়েছে একজনকে।উল্লেখ্য, গত শুক্রবার উলুবেড়িয়াতেই বাজি ফাটাতে গিয়ে ঘটে অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত্যু হয় ৩ কিশোরের। গুরুতর আহত অবস্থায় এক কিশোর এখনও চিকিৎসাধীন।
শুক্রবারের পর শনিবার মধ্যরাতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা উলুবেড়িয়ায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ১ টা নাগাদ প্রবল শব্দে কেঁপে ওঠে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ার একটি পাড়া। বেআইনি বাজি বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে ভেঙে পড়ে বাড়ির দরজ-জানলার কাচ। পড়ে যায় আসবাবপত্র। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ধরেছে ফাটলও।স্থানীয়দের দাবি, একটি বাড়িতে তৈরি হচ্ছিল বাজি। সেখান থেকেই ঘটে বিস্ফোরণ। প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে জনবসতি এলাকায়, বাড়ির ভিতর তৈরি করা হচ্ছিল বাজি?
বিস্ফোরণের খবর সামনে আসার পরই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ইতিমধ্যেই উলুবেড়িয়ার যেই বাড়িতে ঘটনাটি ঘটে, সেই বাড়ি মালিককে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। চলছে তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির ভিতর মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ বাজি এবং বাজির মশলা। যা থেকেই ঘটে বিস্ফোরণ। এলাকার বেশ কয়েকটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে ঘটনার জেরে হতাহতের কোন খবর সামনে আসেনি। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার নিয়েছেন হাওড়া জেলা পুলিশের সুপার স্বাতী ভাঙালিয়া । তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
অন্য খবর দেখুন: