তিনি নেতা হয়ে ফিরতেই এবার সিএসকে’র জয়ে ধারা ধরে রাখলেন মহেন্দ্র সিং ধোনি।রবিবার ১৩ রানে জিতে তাঁর দল জয় পেল সানরাইজার হায়দরাবাদের বিপক্ষে। কিন্তু কেন কেমন রদ-বদল? কেন ধোনির পরামর্শে রবিন্দর জাদেজা শুরু করেছিলেন নেতা হয়ে? আর কেনই বা আবার মাঝপর্বে জাদেজার ছেড়ে দেওয়া দায়িত্ব নিজের কাঁধে নিলেন মাহি!
ধোনি কী বলেছেন শুনে নেওয়া যাক।‘ আমি যতদূর জানতাম, আগের মরশুম থেকেই জাদেজা জানতো, সে দলকে এবার নেতৃত্ব দেবে। প্রথম দুটো ম্যাচে জাড্ডুর সব সিদ্ধান্তে নজরই দিইনি। এরপর ওকে বলি নিজে সিদ্ধান্ত নিতে। দলের সকলের দায়িত্ব নিতে। আমি চাইনি, মরশুম শেষে কারোর যেন এটা মনে না হয়-সে শুধু টস করার ক্যাপ্টেন। বাকি কাজ অন্য কেউ করে যাচ্ছে। ক্যাপ্টেনকে চামচ দিয়ে কিছু গিলিয়ে দেওয়া যায়না। মাঠে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া-আর সফল হওয়াটা নেতার দক্ষতা।আর ব্যর্থ হলে সব দায় দলনেতাকেই নিতে হয়’।
The ? Opening Stand and the immaculate bowling spells ?! Watch the match review of the team work from last night! #SRHvCSK #Yellove #WhistlePodu ?? @TVSEurogrip pic.twitter.com/WPnckBOupd
— Chennai Super Kings (@ChennaiIPL) May 2, 2022
দেশের সফল নেতা ধোনি নেতৃত্ব সম্পর্কে খুব জরুরি কিছু কথা শোনান।‘আপনি যখনই দলের নেতা হবেন, আপনার কাছে চাহিদা বেড়ে যাবে। জাড্ডুর ক্ষেত্রে এটা বড্ড বেশি হয়ে যাচ্ছিল। ওর খেলার ছন্দ নষ্ট করে দিচ্ছিল। আমি বরঞ্চ চাই-বোলার জাদেজাকে, ব্যাটারকে, আর তুখোর ফিল্ডারকে। তাতে যদি সে নেতৃত্ব ছেড়ে বাকি সব দারুণভাবে শুরু করতে পারে, সেটাই আমরা চাই’।
THALA THALA DHAAN! ?#SRHvCSK #WhistlePodu ? @msdhoni pic.twitter.com/6rZzpr1FcZ
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2022
টানা ৮টি ম্যাচে নেতৃত্ব জাদেজা চেন্নাইকে নেতৃত্ব দেন। তাতে দলের পরাজয়ই বেশি। এরআগে ২০০৭ সালে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের নেতৃত্ব সামলে ছিলেন জাদেজা।
রবিবারের ম্যাচে চেন্নাইয়ের জয়ের নায়ক ঋতুরাজ গায়কোয়ার (৯৯ রান)। এই ম্যাচ মাঠে বসে দেখেছিলেন উদীয়মান ক্রিকেটারটি বাবা-মা।
Lauding the Li?ns! What a night!??#Yellove #WhistlePodu ? @imjadeja pic.twitter.com/lESu3lR8NE
— Chennai Super Kings (@ChennaiIPL) May 2, 2022
ছবি: সৌ- টুইটার।