দিল্লি : গত কয়েকদিন ধরে লাগাতার বিভিন্ন বিমানে (Flight) বোমাতঙ্ক (Bomb Threat) ছোঁড়ায়। দু’সপ্তাহে ৫০০র বেশি বিমানে ছোঁড়ায় বোমাতঙ্ক (Bomb Threat)। বোমাতঙ্কের (Bomb Threat) মাঝে এবার বিমান থেকে মিলল কার্তুজ (Catridge)! যা ঘিরে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ছড়িয়েছে আতঙ্ক।
সূত্র মারফত খবর, গত ২৭ অক্টোবর এয়ার ইন্ডিয়ার ( Indian Airways) A1916 এয়ারবাস দুবাই (Dubai) থেকে নয়াদিল্লি (New Delhi) আসে। উড়ানটি অবতরণের পর, যাত্রীরা নিরাপদে নেমে যায় সেখান থেকে, আর ঠিক তারপরই সেই বিমানের (Flight) এক আসন থেকে উদ্ধার হল কার্তুজ (Catridge)। বিমানে (Flight) আসনের পাশে পকেট থেকে উদ্ধার হয় কার্তুজটি (Catridge)। ঘটনাটি সামনে আসার পরই, এয়ার ইন্ডিয়ার (Indian Airways) তরফ থেকে বিধি মেনে এয়ারপোর্ট পুলিশের (Police) কাছে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি সামনে আসার পরই শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন : ঝাড়খণ্ড-জামশেদপুরে ভূমিকম্প, তীব্র আতঙ্কে রাস্তায় মানুষ
তবে এভাবে বিমানের (Flight) ভিতর থেকে কার্তুজ (Catridge) উদ্ধার হওয়ায় যাত্রীসুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। বিমানের সিটে কার্তুজ কীভাবে পৌঁছল? এই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লাগাতার বোমাতঙ্ক (Bomb Threat) ছড়ানোর পিছনে যেই ভুয়ো ফোন ব্যবহার করা হচ্ছে সেগুলির নেপথ্যে ভিপিএন কারসাজি রয়েছে বলে জানানো হয়। যেই আইপি অ্যাড্রেসগুলি ব্যবহার করে বোমার হুমকি দেওয়া হচ্ছিল, তার মধ্যে বেশ কয়েকটি আইপি অ্যাড্রেস ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।
বিমানে বোমাতঙ্কের হুমকি ৭০-৮০ শতাংশ আসছে ভারতের বাইরে থেকেই। বিমানে হুমকি ফোনের মাঝেই এবার বিমান থেকে উদ্ধার হল কার্তুজ, যা ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
অন্য খবর দেখুন