দার্জিলিং: দু’দিনের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই পাহাড়ি পড়ুয়াদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে প্রতিভাবান ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য এবার সরকারিভাবে চালু হতে চলেছে বিশেষ পোর্টাল। মঙ্গলবার দার্জিলিংয়ে জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী।
শুধুমাত্র তাই নয়, পাহাড়ের উন্নয়নের জন্যও এদিন মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সরকারের দ্বারা চালু করা হচ্ছে ৪টি স্কিল সেন্টার, জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ট্যাব কেলেঙ্কারি অব্যাহত! এবার কাঁকসায়
এদিন মুখ্যমন্ত্রী জিটিএ-র সদ্যসদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য জনজাতিদের জন্য তৈরি বোর্ডের সদস্যরাও। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনজাতিদের জন্য গঠিত বোর্ডের কাজকর্ম খতিয়ে দেখেন। পাহাড়ের বিভিন্ন গোষ্ঠীর সম্পর্কে কিছু অভিযোগ সামনে আসে, সেই সব বিষয়ও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে পাহাড়ের একাধিক এলাকা। কিছু এলাকায় নেমেছিল ধস, কিছু এলাকা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্থ এলাকায় কী কী কাজ হয়েছে, সেই বিষয়গুলি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সোমবার দিন পাহাড়ে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, “আমি সব সময় চাই পাহাড় ভালো থাকুক, পাহাড়ের মানুষ ভালো থাকুক। রাজবংশী, কামতাপুরী, গোর্খা-সবাই যেন ভালো থাকুক”। তার জন্যই এবার মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়নের জন্য ঘোষণা করলেন একাধিক প্রকল্পের।
দেখুন অন্য খবর