নদিয়া: আতঙ্কের নতুন নাম “সাইবার জালিয়াতি”। এবার আবাস যোজনা প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে জালিয়াতির চক্র ছড়ালেন প্রতারকেরা। গত দুদিনে, ঘটনার শিকার বেশ কয়েকটি পরিবার।
সাইবার প্রতারণার শিকার হচ্ছেন এখন অনেকেই। সতর্কতার একটু অভাব হলেই ব্যাঙ্ক একাউন্ট থেকে খুইয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। এর আগে দেখা গেছে, ডিজিটাল এরেস্ট বা বিভিন্ন রকম জালিয়াতি চক্র বিছিয়ে সাধারণ মানুষকে জালিয়াতি চক্রে ফেলা হচ্ছে। তবে এবার ঘটল এক অদ্ভুত ঘটনা। আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে এবার প্রতারণার নতুন ফাঁদ পাতলেন সাইবার প্রতারকেরা।
আরও পড়ুন: মহারাষ্ট্র ভোটের ইস্তাহার প্রকাশ করলেন অমিত শাহ
ইতিমধ্যেই ঘটনায় পা দিয়েছেন নদিয়ার, শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের পোলতা গ্রামের একাধিক পরিবার।গত দু’দিনের মধ্যে সর্বসান্ত হয়েছেন নদীয়ার বেশ কয়েকটি পরিবার।
অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় সেই সব পরিবারকে। ব্যাঙ্ক একাউন্টের তথ্য এবং আধার কার্ড নিয়ে ওটিপির মাধ্যমে এক নিমেষে ফাঁকা হয়ে যায় একাউন্টের সমস্ত টাকা।
একটু সঞ্চয়ের টাকা, তাও কেন্দ্রীয় প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার আশায় খোয়ালেন জালিয়াতি চক্রে। যার জেরে মাথায় হাত হতদরিদ্র পরিবারগুলির। ইতিমধ্যেই, এই বিষয়ে প্রতারিত এক পরিবার অনলাইনের মাধ্যমে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন।প্রতারিত বাকি পরিবারও দ্রুত অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। এলাকার মানুষের দাবি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।
দেখুন অন্য খবর: