Tuesday, July 8, 2025
HomeCurrent NewsDD Sports: সরকারি নিয়ম ভেঙে বেটিং বিজ্ঞাপন লাইভ ম্যাচে!

DD Sports: সরকারি নিয়ম ভেঙে বেটিং বিজ্ঞাপন লাইভ ম্যাচে!

Follow Us :

চমকে যাওয়ার মত ঘটনা তো বটেই। ভারতে বেটিং দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে। সেই বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপণ দেখিয়ে গেল সরকারি স্পোর্টস চ্যানেল! ডি ডি স্পোর্টস! চলতি ভারত – ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজে তাই হল।

সোনি টিভি এই সিরিজের টিভি স্বত্ত্ব কিনেছে। ভারতে এই ধরনের ম্যাচের সম্প্রচার প্রসার ভারতীকে ( সরকারি চ্যানেল) বিনামূল্যে করতে দিতে হয় পুরনো চুক্তি মাফিক। অনেকদিন পর ফ্রী টু এয়ার চ্যানেল হয়ে ডি ডি স্পোর্টস তা দেখাচ্ছে। আকাশবাণীও ধারাবিবরণী প্রচার করছে।

সমস্যাটা দেখা দিয়েছে বিজ্ঞাপণ দেখানো নিয়ে।
ডিডি স্পোর্টসের এই সিরিজের বিজ্ঞাপন তোলার দায়িত্ব পেয়েছে ভিন গ্লোবাল মিডিয়া। এরা ১০ সেকেন্ড স্পটের জন্য বিজ্ঞাপনদাতাদের থেকে ৩ লাখ টাকা নিয়েছে ওয়ান ডে সিরিজের জন্য। আর ৫ লাখ টি টোয়েন্টি সিরিজের জন্য। সেখানে বিজ্ঞাপনে দেখা গেছে, ফেয়ারপ্লেনিউজ আর এভিআর প্লে ( AVR Play) নামের বিজ্ঞাপন। এই দুটিই হল, বেটিং ওয়েবসাইটের ভিন্ন নাম। অ্যাকশন রিপ্লে দেখলেই মিলছে এভিআর প্লে ( AVR Play) নিউজ!

এদেশে বেটিং আইন বিরোধী। তাই জনসমক্ষে এই বিজ্ঞাপন প্রচার করা যায়না। কিছু বেটিং ওয়েবসাইট গুলো নিজেদের ব্র্যান্ড চেনাতে অন্য রাস্তা ধরেছে। সেগুলো শুধু বেসরকারি টেলিভিশন চ্যানেলে অন্য নামের আড়ালে স্পোর্টসের আসরে বিজ্ঞাপনই দিচ্ছে না, টিম আর টুর্নামেন্ট স্পনসর হয়ে বসছে। এই ধরনের বিজ্ঞাপনের নাম : সারোগেট অ্যাডভারটাইজিং। এটা নিয়ে ২০১৯ সালে কনসিউমার প্রটেকশন অ্যাক্ট কিছু গাইডলাইন গত মাসে জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এই নিয়মে এখনকার ঘুর পথে বেটিং ওয়েবসাইট এর বিজ্ঞাপন করাই যায়না এই দেশে।

নমুনা প্রচুর। যেমন বেটিং ওয়েবসাইট ডাফা বেট – এই দেশে প্রচার চালায় ডাফা ডট নিউজ ( dafa.News) দিয়ে। 1xbet যেমন হয়ে গেছে 1x.news হয়ে। বেটিং ওয়েবসাইট পারিম্যাচ নিজেদের চেনায় পরিম্যাচনিউজ ডট কম (Pari MatchNews.Com) বলে ।

সোনি টিভি আর ফানকোড এই সারোগেট বেটিং ওয়েবসাইট গুলোর বিজ্ঞাপন চলেছে লাইভ ম্যাচে। প্রোডাকশন যেহেতু সোনি করছে, গ্রাফিক্স পার্ট তাদের হাতে, তাই ডিডি স্পোর্টসের সেই সম্প্রচারের ফিড নিয়ে দেখাতে গিয়ে বিপত্তিটা ঘটে যায়। পরে এটা ধরা পড়ায়, বিসিসিআইয়ের মধ্যস্ততায় সেই বিজ্ঞাপন স্ক্রীনের বাম দিক থেকে সরিয়ে ম্যাচ সম্প্রচার শুরু করে ডিডি।

কিন্তু রাত দশটা বাজতেই অন্য এক কারণে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হতে থাকে ডিডি স্পোর্টস (#ddsports)। সরকারি নিয়ম মেনে রাত দশটার পর কনডমের ( Durex) বিজ্ঞাপন দেখানো শুরু হয় সরকারি চ্যানেলে। সেটা ভারত – ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচে, ভারতীয় দল ব্যাটিং করতে থাকায় সকল বয়সের সকলের পরিবারের সঙ্গে দেখতে থাকে।

আর সেই বিজ্ঞাপন, বা রবি শাস্ত্রীকে নিয়ে বানানো ফানকোড ব্যাটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন চলতেই থাকে প্রতি ওভারের পর। যা মোটেই সরকারি চ্যানেলের জন্য স্বস্তির ছিল না। তা ট্রেন্ডিংয়ে পয়লা নম্বর স্থানে থাকা ডি ডি স্পোর্টস (DDSports) সেটাই প্রমাণ করে দিচ্ছিল।

https://twitter.com/Ramacha35004098/status/1551263028695293953?t=z9yjOHZ6VVlKIQPoRzDHkQ&s=19

এইবারের লোকসভাতে ১৩ জন সাংসদ এই বেটিং ওয়েবসাইট বিজ্ঞাপণ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলে, সরকারের পক্ষে যন্ত্রের মতন বলা হয়, সব নিয়ম ঠিকঠাক মত মেনে সম্প্রচার চালানো হচ্ছে।

বিস্ময়কর হল, নয়া নিয়ম চালু হয়ে গেছে একমাস আগে। কিন্তু এখনও সেলিব্রিটি স্ট্যাটাস নিয়ে প্রাক্তন তারকা ক্রিকেটার, ফিল্ম স্টার – সকলে এইসব বেটিং ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করে চলেছেন। আর এবার ডিডি স্পোর্টসের স্ক্রিনে মিলছে , সেইসব বিজ্ঞাপন!

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39