আমেরিকা: হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের। সিনেটের দখল ফের রিপাবলিকানদের হাতে। আমেরিকার মসনদে ফের ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার দ্বিতীয়বার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট প্রতশ্রুতি দেন, ডোনাল্ড ট্রাম্পের দুর্দান্ত নির্বাচনী জয়ের পর তিনি শান্তিপূর্ণভাবে ট্রাম্পের হাতে হস্তান্তর করবেন ক্ষমতা। পাশাপাশি তাঁর সমর্থকদের উদ্দেশে বাইডেন এও বলেন, “পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত হয়েছি”।
আরও পড়ুন: আনুগত্য হলে চলবে না, পারফরম্যান্সই আসল, জানালেন অভিষেক
হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে সংক্ষিপ্ত ভাষণে জো বাইডেন তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “ বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। আমার বাবা বলতেন, কোনও এক পদ থেকে আমরা ছিটকে পড়তেই পারি, কিন্তু আমাদের চরিত্রের পরিমাপ হল আমরা কত দ্রুত সেই জায়গা থেকে উঠে আসি। পরাজয়ের অর্থ এই নয় যে আমরা পরাজিত, আমাদের স্বপ্নের আমেরিকা আমাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে।“
কমলা হ্যারিসের পরাজয়ের পর, বাইডেন আমেরিকানদের কাছে স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি ফলাফলটি গ্রহণ করেছেন। উল্লেখ্য, চার বছর আগেও যখন ট্রাম্পের কাছে হারের সম্মুখীন হতে হয় ডেমোক্র্যাটদের তখন বাইডেন সেই পরাজয় অস্বীকার করেছিলেন। তবে এবার নিজের বক্তব্যের মাধ্যমেই, জো বাইডেন স্বীকার করলেন পরাজয়।
দেখুন অন্য খবর: