কলকাতা: দুই বাসের রেষারেষির জেরে গতকাল প্রাণ যায় এক তৃতীয় শ্রেণির পড়ুয়ার। দুর্ঘটনাকে কেন্দ্র করে তেতে ওঠে গোটা সল্টলেক চত্বর। ট্র্যাফিক পুলিশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করে প্রশ্ন। বাস রেষারেষির মুখে পড়ে তৃতীয় শ্রেণির পড়ুয়া। তড়িঘড়ি খুদে পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালের পক্ষ থেকে মৃত বলে ঘোষণা করা হয় পড়ুয়াকে। তবে এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন নিহত খুদে পড়ুয়ার অভিভাবক।
মৃত স্কুল ছাত্রের মা অভিযোগ তোলেন, দুর্ঘটনার পর ছেলেকে উদ্ধার করতে পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ সাহায্য করেনি। পরবর্তী ক্ষেত্রে কোনরকমে আহত ছাত্রকে তার মা ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেও পরিষেবা পাননি। যার জেরেই মৃত্যু হয় স্কুল ছাত্রের বলে অভিযোগ তোলেন পড়ুয়ার মা।
আরও পড়ুন : বিহার উপনির্বাচনে ভোট পরীক্ষা প্রশান্ত কিশোরের দলের, মাঠে নামলেন লালুও
মহিলার অভিযোগ, ছেলে অজ্ঞান হওয়ার পর কর্তব্যরত পুলিশের কাছে কোন সাহায্য তারা পান নি। বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এক অটোচালক। প্রথমে এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ছাত্রকে। সেখানে আইসিইউ না থাকায় ব্যান্ডেজ করে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে তাকে আবার নিয়ে যাওয়া হয় ফুলবাগানের বিসি রায় হাসপাতালে। কিন্তু সেখানে সেই ছাত্রকে ভর্তি নিতে চায়নি হাসপাতাল। শেষ পর্যন্ত বেলেঘাটার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে সেখানে মৃত্যু হয় পড়ুয়ার।
মৃত ছাত্র মায়ের অভিযোগ, পুলিশের গাফিলতি এবং হাসপাতালে সঠিক সময় চিকিৎসা না হওয়ার জেরেই এই ঘটনা ঘটে।
দেখুন অন্য খবর