শনিবারের চেয়ে রবিবার আরও ভালো খেলে ভারত ৪-৩ গোল হারালো ইংল্যান্ডকে। কলিঙ্গ স্টেডিয়ামে এফআইএইচ (FIH) প্রো হকি লিগের ‘ডবল হেডার’ জিতে পয়েন্ট টেবিলে ১০ ম্যাচের পর শীর্ষেতে তো রয়েই গেল, দুই নম্বরে থাকা জার্মানির চেয়ে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে রাখলো। এখন বাকি জার্মানির সঙ্গে দুই ম্যাচের লড়াই।
Congratulations to @13harmanpreet on 100 International goals.
Having commentated on you since the #hockeyindialeague in 2015, to getting to describe your 100th goal today was special. You deserve it, what a stalwart for 🇮🇳 you are!— Dan Strange (@DanStrangetv) April 3, 2022
ভারতের হারমানপ্রীত সিং এই ম্যাচে হ্যাটট্রিক করলেন। সিনিয়র দলের হয়ে খেলতে শুরু করার পর দেশের হয়ে শততম গোলটিও করলেন এই ম্যাচে।
First ever hockey game ☑️
First time watching @TheHockeyIndia play ☑️
Watching 🇮🇳 win ☑️@13harmanpreet’s hattrick and goal on video.FT: INDIA 4 – ENGLAND 3
Smashing Sunday evening spent at the workplace.#FIHProLeague #Bhubaneswardiaries pic.twitter.com/GuGI4wbO5L
— Randeep Baruah (@randeepbaruah_) April 3, 2022
ম্যাচ শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল হজম করতে হয় ভারতকে। ৭ মিনিটেই লিয়াম স্ট্যানফোর্ড গোল করেন। প্রথম ১৫ মিনিটের মধ্যেই তা শোধ করে দেয় ভারত। আর প্রথম গোল হজম করেই জ্বলে ওঠে দল। একটি আক্রমণ তুলে আনে ভারত। হারমানপ্রীত বিপক্ষের ডি এর ভিতর পাশ দেয় অভিষেককে। তাঁর নেওয়া শট বাঁচিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জেমস মাজারেলো। সেই ফিরতি বল জালে পাঠান হারমানপ্রীত (১-১)।
Congratulations to #TeamIndia for this fantastic victory over England.#INDvsENG #FIHProLeague #IndiaKaGame #OdishaForHockey #KalingaStadium pic.twitter.com/v2SkS5R9PX
— Dilip Kumar Tirkey (@DilipTirkey) April 3, 2022
পরের ১৫ মিনিটের অর্ধ ছিল ভারতের। একের পর এক আক্রমণ হেনেছে। দুটি গোলও করে এগিয়ে যায়। পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে হারমানপ্রীত ২৫ আর ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন।
১-২ গোলে পিছিয়ে থাকা ইংল্যান্ড বিরতির পর মরিয়া হয়ে ওঠে গোল শোধ করতে। আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। দুই দলই একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নেয়। কিন্তু পাল্টা আক্রমণে গিয়ে ভারত পেনাল্টি কর্নার আদায় করে নেয়। হারমানপ্রীত তার থেকে আবার গোল করে দলকে এগিয়ে দেন (৩ -১)। মিনিট ১২ পরে স্যাম ওয়ার্ড পেনাল্টি কর্নার থেকে তিনটি জোরালো শট নেন পরপর। একটিতে গোলের দিশা খুঁজে পান ( ৩-২)।
৪ মিনিটের মধ্যে আবার গোল করে ভারত। আবার সেই হারমানপ্রীত গোল করে দলকে এগিয়ে দেন আর নিজের হ্যাটট্রিক করে নেন (৪-২)। আর সিনিয়র দলের হয়ে খেলতে নেমে শততম গোলও করে রাখলেন তিনি। এই গোল হজম করার পরের মিনিটেই স্যাম ওয়ার্ড গোলের ব্যবধান কমিয়ে ফেলেন (৪-৩)। এরপর ব্রিটিশ দল গোলরক্ষককে বসিয়ে আক্রমণ ভাগে শক্তি বাড়ায় শেষ কয়েক মিনিট আগে। কিন্তু ভারত ম্যাচ জিতে নিয়ে মাঠ ছাড়ে।
🗣 🇮🇳 Coach Graham Reid on Manpreet Singh: "He played well today. He'll be disappointed with the card. It's a fine line in the last 7-8 mins, we need to get better at that (managing games). Avoid such things (green card). "#FIHProLeague #INDvENG 🇮🇳🏴
— Yashodhan Nakhare (@yashnakhare) April 3, 2022
ম্যাচের শেষ দিকে ভারত ৯ জন প্লেয়ার নিয়ে খেলে। কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন হারমানপ্রীতও।
ছবি: সৌ টুইটার।