শেষ মিনিট পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ভারতীয় পুরুষ হকি দলকে প্রো লিগে ইংল্যান্ডকে টাই ব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ম্যাচটি জিততে হল। সেই রক্ষণের দুর্বলতা আরও একবার ভোগালো দলকে। নির্ধারিত সময়ের শেষ ১৪ সেকেন্ডে একটি পেনাল্টি স্ট্রোক ছিনিয়ে নিয়ে পিছিয়ে থাকা ইংল্যান্ড ম্যাচ ৩-৩ করে। এরপর গোলরক্ষক কৃষাণ পাঠক দক্ষতার সঙ্গে ৪ টি শট রুখে দিতে দলকে জেতান। এই জয়ের ফলে, ৯ ম্যাচের পর পয়েন্ট টেবিলের শীর্ষে বসে পড়ল ভারত।
কলিঙ্গ স্টেডিয়ামে নুতন করে দল সাজানোর কাজে লেগে থাকা ইংল্যান্ডের বিপক্ষে মোটেই ভালো খেলেনি ভারত। রক্ষণে প্রচুর ভুল ভ্রান্তি হয়েই চলেছে। তাতেই শেষ ১৫ মিনিটের অর্ধে জেতা ম্যাচটি আটকে যায়। ম্যাচের ১৪ সেকেন্ড বাকি থাকতে, পেনাল্টি স্ট্রোক পায় ইংল্যান্ড। সাম ওয়ার্ড গোল করে ম্যাচ ৩-৩ করে দেন। তারপরও ভারত যে যেতে ৩-২ গোলে তার পুরো কৃতিত্ব দলের গোলরক্ষক কৃষাণ পাঠকের।
After A Serious 4th Quarter & An Intense Penalty Shootout, India Won💥🏑 #hockeyindia #fihproleague #indiakagame pic.twitter.com/oHajZXVAaj
— Art & Commercial (@Sarankarnan99) April 2, 2022
এই ম্যাচে ভারতের নতুনভাবে সাজানো মাঝমাঠ বিপক্ষের উপর দাপট দেখতে পারেনি। ইংল্যান্ড ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার আদায় করে নেয়। ভারত শেষ ১৫ মিনিটের শুরুতে ফিল্ড গোল আর পেনাল্টি কর্ণার কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যেতে পেরেছিল।
One to remember 🔥
Harmanpreet Singh is the Player Of The Match for his sturdy performance against England at the FIH Hockey Pro League 2021-22 on 2nd of April,2022. 🏑#IndiakaGame #HockeyIndia #FIHProLeague #HockeyAtItsBest @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI pic.twitter.com/j7H4Fo5VXz
— Hockey India (@TheHockeyIndia) April 2, 2022
আজ দ্বিতীয় ম্যাচে ভারত – ইংল্যান্ড আবার মুখোমুখি হচ্ছে।
ছবি: সৌ টুইটার।