কলকাতাঃ তিলোত্তমায় আবারও আগুন আতঙ্ক। গতকাল ভর সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে কালিকাপুরের ঝুপড়িতে। গতকালের পর ফের শহর কলকাতায় আগুন। আর এবার লর্ডসের মোড়ে। দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ের কাছে বুধবার দুপুরে লাগে বিধ্বংসী আগুন। এলাকাবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১০ টি ইঞ্জিন।
আরও পড়ুন: কালিকাপুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন
বুধবার দুপুরে লর্ডসের মোড়ের পিছনে একটি বাজারে হঠাৎই বিধ্বংসী আগুন লাগে। আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকা জুড়ে। বাজারের ভিতরের ঝুপড়ি থেকে দেখা যায় কালো ধোঁয়া বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়াতে। ঘটনার খবর সামনে আসার পরই, ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ১০টি ইঞ্জিন। কিন্তু, আগুনের পরিমাণ বেশি থাকায় আরও ৬টি ইঞ্জিন পরবর্তী ক্ষেত্রে পৌঁছয় ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার পরই কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। সারি সারি ঝুপড়ি দোকানে লেগে যায় আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানগুলি। যার জেরে এলাকায় ফুটপাথের ধারে থাকা কিছু স্থায়ী দোকানও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়।
দেখুন অন্য খবর