কলকাতাঃ ফের কলকাতায় আগুন আতঙ্ক। কালিকাপুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন। আগুনের লেলিহান শিখায় এলাকার বিস্তৃত এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত দমকলের ৫টি ইঞ্জিন।
জানা যাচ্ছে, ইএমবাইপাসের ধারে কালিকাপুরে একটি বাড়িতে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পরে গোটা ঝুপড়ি জুড়ে। আগুনের উৎস প্রথমে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৫টি ইঞ্জিন। দমকলের পক্ষ থেকে চলছে আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর জন্য দমকলের সঙ্গে হাত মেলান স্থানীয়রা। ইতিমধ্যেই দমকলের পক্ষ থেকে চলছে আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন: পাহাড়ে উন্নয়নের জন্য বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর
আগুনের জেরে মেট্রো হোল সেলের কাছে একের পর এক ঝুপড়ির বাড়ি পুড়ে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পরে বিভিন্ন যায়গায়। জানা যাচ্ছে, ৪টি ঝুপড়ির বাড়িতে আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যায়। গোটা এলাকা ভস্মীভূত হয়ে যায় আগুনের জেরে। কিন্তু ঘটনায় হতাহতের কোন খবর এখনও পাওয়া যায়নি।
তবে কী কারণে আগুন লাগলো, এবং কীভাবেই বা আগুন লাগে তা এখনও জানতে পারেনি দমকল। স্থানীয় সূত্রে খবর, আজ বিকেল ৫টা নাগাদ এই আগুন লাগে। প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয় ২টি ইঞ্জিন, পরে আগুন ছড়িয়ে যায় গোটা এলাকায়।
আগুন নেভানো সম্ভব হলেও এখনও পকেট ফায়ার নেভানোর কাজ চলছে। দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে হয়তো আগুন লেগেছে। তবে আদেও গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে, নাকি অন্য কোন কারণে তা খতিয়ে দেখছে দমকল কর্মীরা।
দেখুন অন্য খবরঃ