কলকাতা : আজ ভাইফোঁটা (Bhaidooj)। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ অনুষ্ঠিত হচ্ছে ভাইফোঁটার (Bhaidooj) পূর্ণ তিথি। রাজভবনেও (Rajbhaban) অনুষ্ঠিত হল ভাইফোঁটা। ভাইফোঁটার (Bhaidooj) পবিত্র তিথিতে ফোঁটা নিয়ে বাংলার ‘বোন’দের রক্ষার অঙ্গীকার নিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C.V. Anand bose)।
উল্লেখ্য, ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে (R.G.KAR Hospital) ঘটে যায় মর্মান্তিক ঘটনা। রাতের অন্ধকারে ট্রেনি চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানায় গোটা দেশ। এখনও সেই ঘটনার ন্যায়বিচার তদন্তের আওতায়। সেই আবহেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। তাই ভাইফোঁটা অনুষ্ঠান পালন করে রাজ্যপাল অঙ্গীকারবদ্ধ হলেন রাজ্যের সকল ‘বোন ‘দের রক্ষা করবেন বলে।
এদিন রাজভবনে (Rajbhaban) মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয় ভাইফোঁটার পবিত্র অনুষ্ঠান। উপস্থিত ছিলেন, তৃতীয় লিঙ্গের মানুষ থেকে শুরু করে অ্যাসিড আক্রান্ত, যৌন কর্মীরাও। তারা সকলেই ফোঁটা দেন রাজ্যপালকে। আয়োজন করা হয় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। নাচ, গান, কবিতাপাঠের মধ্যে দিয়ে ধুমধাম করে পালন করা হয় ভাইফোঁটার অনুষ্ঠান। বড় দাদা হিসেবে রাজ্যপাল প্রত্যেকের হাতে তুলে দেন উপহার।
আরও পড়ুন: ডিজিটাল সুবিধা বোর্ড চালু হবে কলকাতা মেডিক্যাল কলেজে
https://kolkatatvonline.in/scroll/digital-facilitation-board-will-start-in-kolkata-medical-college-kolkata-tv-online-kolkata/
রাজ্যপাল জানান, রাজভবনের দরজা সবসময় সবার জন্য খোলা। পাশাপাশি তিনি জানান তৃতীয় লিঙ্গ, সমকামী ও অ্যাসিড আক্রান্ত মানুষদের পাশে সবসময় থাকবেন তিনি। তাঁদের সমান অধিকারের লড়াইয়ে তিনি সবকিছু করবেন বলে জনিয়েছেন।
সিভি আনন্দ বোস আরও জানান, ‘আমরা এই রাজ্যে একেবারেই ভাল নেই। আমাদের অধিকার রক্ষার্থে রাজ্য সরকার উদাসীন। যেখানে মহিলাদের কোনও সম্মান নেই। সেখানে আমাদের অবস্থা খুবই খারাপ।’
দেখুন অন্য খবর: