আজ রাজ্যের ৬ কেন্দ্রে উপ নির্বাচন। সকাল থেকেই দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে অশান্তির ঘটনা। হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাট রাজ্যের এই ৬ কেন্দ্রে আজ চলছে উপনির্বাচন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উপনির্বাচন হলেও দুপুর ১টা পর্যন্ত ভোটের হার বেশ ভালো। বেলা ১১টা পর্যন্ত গড় ভোট পড়েছিল ৩০ শতাংশ। বেলা ১টায় সেই হার ১৫.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক বেলা ১টা পর্যন্ত কোথায় কত সতাংশ ভোট পড়লঃ
আরও পড়ুন ঃ বিহার উপনির্বাচনে ভোট পরীক্ষা প্রশান্ত কিশোর দলের, মাঠে নামলেন লালুও
তালডাংরা – ৪৮ শতাংশ
হাড়োয়া- ৪৭.১০ শতাংশ
মেদিনীপুর- ৪৬.২৪ শতাংশ
মাদারিহাট – ৪৬.১৮ শতাংশ
সিতাই – ৪৫ শতাংশ
নৈহাটি – ৩৯.৭৫ শতাংশ
উল্লেখ্য, ৬ কেন্দ্রে উপ নির্বাচন আজ অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই আজ ১০৮ কোম্পানি বাহিনী মোতায়েন করে চলছে ভোট গ্রহণ পর্ব। স্ট্রংরুম পাহারার দায়িত্বে রাখা হয়েছে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে বুথের বাইরে পুলিশের আধিকারিক ও কর্মীরাই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ৬টি উপ নির্বাচন কেন্দ্রে মোট ১ হাজার ৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সিতাইয়ে ৩০০, মাদারিহাটে ২২৬, নৈহাটিতে ২১০, হাড়োয়ায় ২৭৯, মেদিনীপুরে ৩০৪ এবং তালডাংরায় ২৬৪টি ভোটগ্রহণ কেন্দ্রে আজ চলছে ভোট গ্রহণ পর্ব।
দেখুন অন্য খবর